spot_img

নিরাপত্তাহীনতায় হল ছাড়ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

এসম্পর্কিত আরো পড়ুন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সকল প্রশাসনিক পদ থেকে শিক্ষকরা পদত্যাগ করায় বর্তমানে নিরাপত্তাহীনতায় ভোগছেন আবাসিক হলের শিক্ষার্থীরা। নিরাপত্তাহীনতার কারণে ইতোমধ্যে হল ছাড়া শুরু করেছেন শিক্ষার্থীদের কেউ কেউ। অন্যদিকে অনেকে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন মেসে রেখে আসছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হলগুলো ঘুরে দেখা যায়, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা হল ছেড়ে যাচ্ছেন। পাশাপাশি ছাত্রলীগের সাবেক কর্মীরাও হল ছেড়ে যাচ্ছেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া ছাত্রলীগ কর্মীরা হলে অবস্থান করছেন। তাদের দাবি, তারা পূর্বে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকলেও বর্তমানে ছাত্রলীগের সাথে নেই।

- বিজ্ঞাপন -

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আবাসিক শিক্ষার্থী জানিয়েছেন, হল প্রশাসন না থাকায় ছাত্ররা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ছাত্ররা সম্মিলিতভাবে হলে থাকার কথা বললেও অনেকে হলে থাকতে ভয় পাচ্ছেন। এর কারণ হলো ছাত্রদের মধ্যে এখনো ছাত্রলীগের বিভিন্ন পদপ্রত্যাশী কর্মীরা রয়েছেন।

এদিকে আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় আবাসিক হলের শিক্ষার্থীদের ডাকা সমাবেশে গণিত বিভাগের সাজ্জাত হোসেন বলেন, আজকে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের অনেক পদধারী নেতাদের দেখা গিয়েছে। আমরা সমন্বয়কদের কার্যক্রমের বিরুদ্ধে কথা বলছি, এর মানে এই নয় যে আপনাদেরকে জায়গা করে দিচ্ছি। এসময় ছাত্রলীগের সাথে যারা সংযুক্ত আছেন সবাইকে হল ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় হেলমেট পরিহিত কিছু দুর্বৃত্তকারী ছাত্রলীগ নেতাকর্মীদের হল ছেড়ে যাওয়ার জন্য ১২ ঘন্টার আল্টিমেটাম দেন। অন্যদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় নয়াবাজার হতে টিলারগাওঁ পর্যন্ত ছাত্রলীগ বিরোধী শোডাউন দেন স্থানীয়রা। এতে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন আবাসিক ছাত্ররা।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img