spot_img

খাদ্য সংকট মো‌কাবিলায় বন্যার্তদের মা‌ঝে বাকৃবির ধা‌নের চারা সরবরা‌হের উ‌দ্যোগ

এসম্পর্কিত আরো পড়ুন

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি: বন্যা পরবর্তী সময়ে দেশে সম্ভব্য খাদ্য সংকট মোকাবেলায় উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বন্যা পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বন্যা দুর্গত এলাকায় কৃষকদের মাঝে বিনামূল্যে ‘লেট আমন’ ধানের চারা বিতরণ করার উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা। পানি নেমে যাওয়ার পরে দ্রুত এই চারা সরবরাহ করা গেলে দেশের খাদ্য সংকট মোকাবেলা করা সম্ভব হবে জানিয়েছেন তারা।

- বিজ্ঞাপন -

শিক্ষার্থীরা বলেন, ১৪ থেকে ২১ দিন বন্যা অবস্থা চলমান থাকলে এবার আমন সিজনে ধান উৎপাদন করা যাবে না বন্যা কবলিত এলাকাগুলোতে। সেক্ষেত্রে চাহিদা মেটাতে আমাদের বিশাল পরিমাণে চাল আমদানি করতে হবে। সে অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমাদের খুব দ্রুতই চারা তৈরি করা শুরু করতে হবে। যেন পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই চারা সরবরাহ করতে পারি।

এ বিষয়ে বাকৃবির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুন্না বলেন, প্রাথমিকভাবে ৫ একর জায়গার ব্যবস্থা হয়েছে বীজ বপন করার জন্যে। এটিকে আরও বাড়ানোর চেষ্টা চলছে। আমরা ধান বীজ সংগ্রহের জন্য বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করছি। আমরা যত বেশি বীজ সংগ্রহ করতে পারবো তত বেশি বন্যা দুর্গত এলাকায় ধানের চারা রোপণ করতে পারবো। ক্ষতিগ্রস্ত এলাকার আশেপাশের অঞ্চলে জমি ব্যবস্থা করতে পারলে বেশি ফলপ্রসূ হবে।

বাকৃবির কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. এ বি এম আরিফ হাসান খান রবিন বলেন, শিক্ষার্থীদের এই উদ্যোগ বন্যা পরবর্তীতে দেশের খাদ্য সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা শিক্ষকরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। চারা প্রস্তুত করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ১ একর জমি নেওয়ার ব্যবস্থা করা হবে। ব্রি-৫২, ব্রি-৭১, ব্রি-৭৫, এবং বিনা-১৬, বিনা-১৭ ধানের জাতগুলো প্লাবিত এলাকাগুলোর জন্য উপযুক্ত হবে। ব্রি-৫২ জাতের ধান পানির নিচে ১৫ থেকে ২১ দিন পর্যন্ত টিকে থাকতে পারে। তবে নতুন করে বীজ থেকে চারা উৎপাদন করতে ২০ থেকে ৩০ দিন সময় লাগবে। বন্যাদুর্গত এলাকা পানি নেমে যাওয়ার পরপরই যেন চারা রোপঞ্জরা যায় সে বিষয়টি খেয়াল রাখতে হবে।

এ বিষয়ে বাকৃবির খামার ব্যবস্থাপনা শাখার প্রধান তত্ত্বাবধায়ক জিয়াউর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের চারার সংকট রয়েছে। তবে আমরা ৩ একর জায়গা দিয়ে সাহায্য করতে পারবো।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img