spot_img

৫০০ পরিবারের ত্রাণ সামগ্রী নিয়ে ফেনীর অভিমুখে মেরিটাইমিয়ানরা

এসম্পর্কিত আরো পড়ুন

তাহ্সীন আজাদ: দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার্তদের সহায়তার জন্য পূর্ব ঘোষিত ভাবে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শুক্র এবং শনিবার “গণত্রান সংগ্রহ কর্মসূচি” আয়োজন করে। দুদিনের কর্মসূচিতে প্রায় সাড়ে তিন লাখ টাকা যোগাড় করে সাধারণ শিক্ষার্থীরা। নগদ অর্থের পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ, কাপড়, শুকনো খাবার এবং স্যানিটারি প্যাড যোগাড় করে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা থেকে ৫০০ পরিবারের ত্রাণ এবং কাপড় সহ রিলিফ সামগ্রী নিয়ে কুমিল্লা হয়ে ফেনীর অভিমুখে রওনা দিয়েছে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রথম টিম।

- বিজ্ঞাপন -

শুক্রবারের চেয়েও অধিকতর জনবল নিয়ে শনিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিরপুর ১২,ডিওএইচএস, সিএসডি সহ নানান গুরুত্বপূর্ণ স্থান  থেকে বান্যার্তদের সহয়তার জন্য ফান্ড রাইজিং কার্যক্রম চালাতে থাকে। পূর্বের দিনের তুলনায় এতো আরো বেশি সাড়া মিলে আজ। সকল শ্রেণি-পেশার মানুষ এতে সাধ্য মতো অংশ নিতে থাকে। ফান্ড রাইজিং টিমের একজন শিক্ষার্থী সামিউল ইসলাম আমাদের জানান ‘ এক রিকশাওয়ালা মামা ৪০টাকার ভাড়ার ২০টাকা আমাদের দান করছে ২০টাকা নিজে রাখছে। আমরা এমনই বাংলাদেশই চেয়েছিলাম। এখন পুরো বাংলাদেশ যেন একটা পরিবার ‘

শিক্ষার্থীদের নিজের উদ্যোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষকেরাও সহযোগিতার হাত বাড়িতে দিয়েছে দেশের এই ক্রান্তিলগ্নে। মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব শাহিন স্যারের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে – ডিপার্টমেন্টের প্রতিটা ব্যাচ থেকে বন্যা আক্রান্ত এলাকায় সাহায্য করার জন্য ফান্ড রেইজ করা হচ্ছে। সকলের অনুদান ভার্সিটি কর্তৃপক্ষের সেন্ট্রাল ফান্ডে জমা হবে যা দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রিলিফ দিবে। তিনি সকলকে নিজ নিজ অবস্থান হতে যতটুকু সম্ভব সাহায্য করবার জন্য আহবান জানিয়েছেন।

শেষ খবর পাওয়া ওবদি মেরিটাইমিয়ানদের প্রথম টিম  বন্যার্তদের জন্য মিনারেল ওয়াটার , স্যালাইন ,কাপড় , শুকনা খাবার সহ অন্য জরুরি সামগ্রী নিয়ে ইতিমধ্যেই ফেনীর উদ্দেশ্য যাত্রা করেছে এবং তাদের দ্বিতীয় টিমও প্রস্তুতি নিচ্ছে যাওয়ার জন্যে।

এ বিষয়ে সমুদ্র আইন ও নীতি বিভাগ বিভাগের শিক্ষার্থী ইকরা জানান, ‘আজকে ইতিমধ্যে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থেকে ফেনীর উদ্দেশ্য একটি দক্ষ টিম পাঠানো হয়েছে এবং পরবর্তী ২/৩ দিনের মধ্যে আরো একটি টিমকে পাঠানো হবে ইনশাআল্লাহ। আমাদের গনত্রাণ কর্মসূচিও চলমান থাকবে এবং মাশাল্লাহ আমরা আশানুরূপ ফলাফল পাচ্ছি। শুধু ফেনীতে নয় ভিন্ন ভিন্ন এলাকায় আমাদের টিম পাঠানোর পরিকল্পনা রয়েছে। শুকনো খাবার, কাপড়, মেডিসিন, মিনারেল ওয়াটার, স্যানিটারি প্যাড সহ আরো যা যা প্রয়োজন তার সবকিছুর ব্যবস্থা আমরা করছি। বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা চালাচ্ছে, ইনশাআল্লাহ আমরা এই ক্রান্তিকালীন সময় কাটিয়ে উঠবো খুব শীঘ্রই’।

শিক্ষার্থীরা তাদের এই কার্যক্রমে সকলকের সহযোগিতা চেয়েছেন। বিশেষ করে তাদের এই কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি সহযোগিতা পাওয়াতে তারা অনেক খুশি।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img