spot_img

ইবি থেকেই ক্লিন ইমেজের কাউকে উপাচার্য নিয়োগের দাবি শিক্ষার্থীদের

এসম্পর্কিত আরো পড়ুন

ইবি প্রতিনিধি: বাইরে থেকে নয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকেই ক্লিন ইমেজের কাউকে উপাচার্য হিসেবে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

‘বাইরে থেকে ভিসি হিসেবে দেখতে চাইনা’, ‘খুনি হাসিনার সুবিধাভোগী কাউকে উপাচার্য হিসেবে চাইনা’, ‘শিক্ষার্থীবান্ধব উপাচার্য চাই’সহ শিক্ষার্থীদের হাতে বিভিন্ন লেখা সংবলিত প্লা-কার্ড দেখা যায়। মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

- বিজ্ঞাপন -

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বাইরে থেকে কোন উপাচার্য আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে পারবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক গুণী স্যার আছেন তাদের মধ্যে একজনকে আমাদের উপাচার্য হিসেবে দেখতে চাই। বিগত দিনগুলোতে দেখা গেছে, স্বৈরাচারী এজেন্ট বাহির থেকে উপাচার্য নিয়োগ দেওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়কে কলুষিত করেছে। এজন্য আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এমন একজনকে উপাচার্য হিসেবে চাই, যিনি হবেন ক্লিন ইমেজের অধিকারী এবং শিক্ষার্থীবান্ধব।

আইন বিভাগের শিক্ষার্থী শ্রাবণ বলেন, স্বাধীনতার পর প্রতিষ্ঠিত আমাদের এই বিশ্ববিদ্যালয়। এখানে অনেক যোগ্য অধ্যাপক কর্মরত আছেন। আমরা এদের মধ্যে একজন যোগ্য ও শিক্ষার্থীবান্ধবকে আমাদের উপাচার্য হিসেবে দেখতে চাই। বাহিরের বিশ্ববিদ্যালয় উড়ে এসে জুড়ে বসা কাউকে উপাচার্য চাই না।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img