spot_img

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আনসারদের চারঘণ্টা কর্মবিরতি ঘোষণা 

এসম্পর্কিত আরো পড়ুন

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আনসার সদস্যরা চারঘন্টার কর্মবিরতি ঘোষণা করেছে। রোববার (২৫ আগস্ট) রাত দশটায় তারা এই কর্মবিরতি ঘোষণা করেন। রাত দশটা থেকে পরবর্তী চারঘণ্টা কর্মবিরতি পালন করবেন বলে জানা গেছে।

- বিজ্ঞাপন -

আনসার সদস্যরা রাত দশটায় হঠাৎ কর্মবিরতি ঘোষণা করায় নিরাপত্তা সংকটে পড়েছে বিশ্ববিদ্যালয়ের চারটি গেট। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি থেকে তিনটি গেট তালাবদ্ধ করে দেওয়া হয়েছে খোলা রাখা হয়েছে ভিসি গেট।

বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অফিসের কর্মচারী লিটন বলেন, আনসাররা কর্মবিরতি ঘোষণা করায় আমরা গেটগুলোতে নিরাপত্তার স্বার্থে তালাবদ্ধ করে রাখছি। কিন্তু চলাচলের জন্য ভিসি গেট চালু থাকবে বলে জানান তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয় আনসার ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ নাগর আলী বলেন, আমাদের জেলা কমান্ডারের নির্দেশনা অনুযায়ী চার ঘন্টার কর্মবিরতি চলছে। চার ঘন্টা পর জেলা কমান্ডারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷

উল্লেখ্য, চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি।

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img