চুয়েট প্রতিনিধি :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( চুয়েট) সকল একাডেমিক কার্যক্রম ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ( অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ুন কবির সাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে বলা হয়,ইতিপূর্বে স্থগিত কৃত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের একাডেমিক কার্যক্রম আগামী ৮ সেপ্টেম্বর ২০২৪ হতে শুরু করা এবং স্থগিত কৃত পরিক্ষা সমূহ ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে শুরু করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তার আগে শিক্ষকদের কর্মবিরতি পালনের কারনে দীর্ঘদিন যাবত বন্ধ ছিলো চুয়েটের একাডেমিক কার্যক্রম। গত ২৭ আগস্ট থেকে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রসাশন। তবে পরবর্তীতে দেশে বন্যা পরিস্থিতি বিবেচনায় তা আবার স্থগিত করা হয়।
/ইএইচ