spot_img

নোয়াখালী জেলার বন্যার্তদের মাঝে শাবির কিন’র ত্রাণ বিতরণ

এসম্পর্কিত আরো পড়ুন

শাবিপ্রবি প্রতিনিধি: টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ভয়াবহভাবে প্লাবিত হয় নদীমাতৃক বদ্বীপ ‘বাংলাদেশ’। বন্যার ভয়াবহ তাণ্ডবে ক্ষত বিক্ষত হয় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেটসহ মোট ১১টি জেলা। এই দুর্যোগময় পরিস্থিতির দ্বিতীয় ধাপে নোয়াখালীর জেলার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিন।

মঙ্গলবার (৩সেপ্টেম্বর) কিনের ওয়েভ এন্ড এইড সেক্রেটারি ফাইয়াজ আল মুহাইমিন বলেন দ্বিতীয় ধাপে আমরা নোয়াখালীর সদর উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এর আগে লক্ষ্মীপুরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে কিন।

- বিজ্ঞাপন -

তিনি জানান, নোয়াখালী সদরের অন্তর্গত- ১০ নং অশ্বদিয়া ৯ নং ওয়ার্ড, গ্রাম: বক্তারপুর, মকিমপুর, ১০ নং অশ্বদিয়া ৮ নং ওয়ার্ড, গ্রাম: কালাচাঁন্দপুর, গোরা বাড়ি, বানাবাড়িয়া ৩ নং ওয়ার্ড।,রাজগঞ্জ ইউনিয়ন ও বেগমগঞ্জ উপজেলায় মোট ২১৫ প্যাকেট ত্রাণসামগ্রী পৌঁছে দেন কিনের স্বেচ্ছাসেবীরা। ত্রাণ প্রাপ্তদের অধিকাংশই দিনমজুর মানুষ কর্মহীন জীবনযাপন করছে। পানির পরিমাণ বেশি হওয়ায় যথাযথভাবে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি।

তিনি আরো বলেন,আমাদের ত্রাণ সামগ্রির মধ্যে ছিল ৪কেজি চাল, ২কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১কেজি ডাল, ১লিটার তেল, ১কেজি লবণ ও ১টি সাবান। এছাড়া স্যানিটারি ন্যাপকিন, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ তরল ফিটকিরি ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী।

ফাইয়াজ জানান, মেয়েদের জন্য প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন প্রদান করেছে ‘প্রীতিলতা’ ও বন্যাকবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় স্যালাইন, পানি বিশুদ্ধকরণ তরল, ফিটকিরি এবং কিছু ঔষধসামগ্রী প্রদান করেছে ‘Chemistry society, SUST’।

কিনের সভাপতি ইসরাত জাহান রিফা বলেন‚ “নোয়াখালী সদরের ইউনিয়নগুলোতে ত্রাণ বিতরণের মাধ্যমে আমাদের দ্বিতীয় দফায় ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ‘বন্যার্তদের পাশে, সাহায্যের অন্বেষণে KIN’ এর কার্যক্রমে শামিল হওয়ার জন্য, বন্যার্ত মানুষদের সহায়তায় আমাদের পাশে থাকার জন্য সকলের প্রতি রইলো কৃতজ্ঞতা। আমরা আশা করছি কিনের ভবিষ্যৎ কার্যক্রমেও সবাই কিনের সাথে থাকবেন।”

প্রসঙ্গত‚ “আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত” মূলমন্ত্রকে ধারণ করে ২০০৩ সালের ৩০শে জানুয়ারি শাবিপ্রবির অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিন এর যাত্রা শুরু হয়। বর্তমানে কিন পাঁচটি উইংস নিয়ে কাজ করছে– KIN School‚ রক্তদান কর্মসূচি‚ সামাজিক সচেতনতা‚ চারিটি এবং শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img