ববি প্রতিনিধি:
ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ‘শহীদি মার্চ’ মিছিল পালিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ভোলা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মেইনগেট দিয়ে প্রবেশ করে টিএসসিতে গিয়ে শেষ হয়৷
মিছিলে বিশ্ববিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শহীদি মার্চের মিছিলে শিক্ষার্থীরা স্বৈরাচার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। খুনি হাসিনার ফাঁসি চাই, স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান প্রভৃতি স্লোগান দেন তারা।
আইন বিভাগের শিক্ষার্থী ওয়াহিদ বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে আমাদের অসংখ্য ছাত্র-জনতা শহীদ হয়েছে তাঁদের স্মরনেই আজ আমাদের এই শহীদি মার্চ মিছিল। তারা যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে শহীদ হয়েছেন সেই উদ্দেশ্য থেকে আমরা যেন বিচ্ছিন্ন না হয়ে যাই। বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার সৃষ্টি হচ্ছে এগুলো পরিহার করে শিক্ষার্থীদের উচিত ২৪’র চেতনা বাস্তবায়ন করতে পড়ার টেবিলে ফেরা এবং শহিদদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেকে প্রস্তুত করা। আমাদের সজাগ থাকতে হবে যেন আমাদের কোনরকম ভুলের কারনে আমাদের যে লক্ষ্য তার বাস্তবায়ন কেউ নস্যাৎ করতে না পারে।
বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ইচ্ছা সত্ত্বেও শহীদি মার্চের মিছিলে অংশগ্রহণ করতে পারেননি। গত মঙ্গলবার রাতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন তারা। হামলায় আহত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে সোচ্চার ছিলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী। আমি আন্দোলনে প্রতিটা দিন অংশগ্রহণ করলেও গত মঙ্গলবার রাতে বিএম কলেজের শিক্ষার্থীদের হামলায় গুরুতর আহত হওয়ায় আজকের শহীদি মিছিলে অংশ নিতে পারিনি।
/ইএইচ