spot_img

গবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

এসম্পর্কিত আরো পড়ুন

গবি প্রতিনিধি :

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার শুরু হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

- বিজ্ঞাপন -

উদ্বোধনী বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘ক্রীড়া এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি গর্বের জায়গা। খেলার মধ্যে যেন কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে সকলের সতর্ক থাকতে হবে। এছাড়া খেলাধুলার কারণে শ্রেণী কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেদিকে শিক্ষকদের নজর রাখতে হবে।’

এবারের প্রতিযোগিতায় ছেলেদের ১৭ এবং মেয়দের ১৪ টি টিম অংশগ্রহণ করছে। ছেলেদের উদ্বোধনী ম্যাচে সমাজবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগকে ৪-১ গোলে পরাজিত করেছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মদ মুকাম্মেল সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টের পর্দা নামবে।

 

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img