spot_img

ভারতবিরোধী স্লোগানে উত্তাল বুটেক্স

এসম্পর্কিত আরো পড়ুন

বুটেক্স প্রতিনিধি:

সীমান্তে শিশু হত্যা ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১:১৫ টায় শিক্ষার্থীরা  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করেন এবং পরে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল  করেন।

- বিজ্ঞাপন -

এ সময় শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ভারতের দালালেরা হুশিয়ার, সাবধান’, ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘দিল্লী না ঢাকা? ঢাকা,ঢাকা’, ‘দিল্লীর দালালেরা হুশিয়ার সাবধান’,  ‘আমার নদীর অধিকার, ফিরিয়ে দাও ফিরিয়ে দাও’, ‘সীমান্তে যখন মানুষ মরে, আবরার তোমাই মনে পড়ে’, ‘ তুমি কে? আমি কে? স্বর্ণা দাস স্বর্ণা দাস’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’ সহ বিভিন্ন স্লোগান দেন। স্বর্ণা দাস থেকে ফেলানী হত্যাসহ সকল সীমান্ত হত্যার সুষ্ঠ বিচার দাবী করেন শিক্ষার্থীরা।

৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো: রাকিব সরদার বলেন, কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে আইন অনুযায়ী তার বিচার করা যায়।  কিন্তু তা না করে বিএসএফ নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যা করে।  বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। ভারত বাংলাদেশের প্রতিবেশী হয়েও সীমান্তে প্রতিনিয়ত তুচ্ছ কারণ দেখিয়ে বাংলাদেশিদের হত্যা করে।

উল্লেখ্য, গত ১লা সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নামক এক বাংলাদেশী নিহত হয়। গত এক যুগেরও বেশি সময় ধরে  ৫৫০ এর অধিক  বাংলাদেশি বিএসএফের গুলিতে বা নির্যাতনে মারা গেছেন।

 

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img