রুমি নোমান: ইসলামী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাফফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাজধানীর বেইলী রোডে অবস্থিত অফিসার্স ক্লাব এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ভূঁইয়া, সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, মো: মোহসিন (সিআইপি), এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ মঞ্জরুল হক প্রমুখ।
ইফতার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শাহজাহান আলম সাজু বলেন, বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেশ ও বহির্বিশ্বে ছড়িয়ে পড়ছি। তবে এসব এলামনাইরা ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু করা সম্ভব।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এলামনাইয়ের পক্ষ থেকে ভবন নির্মাণের জন্য এক বিঘা স্থান দ্রুত হস্তান্তরের অনুরোধ জানান।
উপাচার্য শেখ আবদুস সালাম বলেন, এলামনাইরা বিশ্ববিদ্যালয়ের সম্পদ। তারা অন্যতম স্টেকহোল্ডার। দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি তাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়েরও অনেক উন্নয়ন সম্ভব।
অুনষ্ঠানে আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জরুল হক ও অ্যাডভোকেট নূরুল হুদা আনছারী সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়।
এসআই/
মন্তব্য করুন