ববি প্রতিনিধি:
‘প্রত্যেকটি শহীদ ও তাদের পরিবারের নিকট আমরা দায়বদ্ধ। আর এই দায়বদ্ধতা হলো তাদের জীবন দিয়ে পাওয়া এই স্বাধীনতা যেন ব্যাহত না হয় সেই লক্ষ্যে কাজ করে যাওয়া’ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত গনঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
আব্দুল হান্নান মাসুদ বলেন, শহীদদের জীবন দানের উদ্দেশ্যকে সফল করতেই আমাদের আজকের এই আয়োজনে আগমন। একটি সুষ্ঠু সুন্দর রাষ্ট্র পুর্নগঠনের উদ্দেশ্যই সকল বিভাগের সকল মানুষদের মতামত নিয়ে সেই লক্ষ্যে কাজ করে যাওয়ার উদ্দেশ্যই এই মতবিনিময় সভা। আমরা এসেছি আপনাদের কাছে ভাই-বোন হিসেবে, আপনাদের কথা শুনতে, দেশগঠনে আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করতে।
মতবিনিময় সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে শিক্ষার্থীদের একটি- প্রশ্ন উত্তর পর্বও অনুষ্ঠিত হয়। সেখানে দেশ সংস্কারের বিষয়ে নানা প্রশ্ন করলে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা সেগুলোর উত্তর দিয়ে তাদের অবহিত করেন।
/ইএইচ
মন্তব্য করুন