জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত মাদারীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মাদারীপুর জেলা ছাত্র সংসদ’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আমিনুর রহমান শাওন সভাপতি এবং প্রাণিবিদ্যা বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মেজবাহ উদ্দীন খান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপস্থিতিতে ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবার সম্মতিক্রমে ৭ কর্মদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।
নবনির্বাচিত সভাপতি আমিনুর শাওন বলেন, মাদারীপুর জেলা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে যাবো।শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন সৃজনশীল প্রোগ্রামের আয়োজন করা হবে৷ বিভিন্ন মাধ্যমে জেলার বর্তমান ও সাবেকদেরকে সংযুক্ত রাখার প্রয়াস চালানো হবে। সবার সহযোগিতায় আমাদের সংগঠন সামনের দিকে এগিয়ে যাবে।
/ইএইচ
মন্তব্য করুন