spot_img

দুই শহীদের নামে চবির হল ও ভবনের নামকরণ

এসম্পর্কিত আরো পড়ুন

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শহীদ শিক্ষার্থী হৃদয় তরুয়া এবং ফরহাদ হোসেনের নামে হল ও ভবনের নামকরণ করা হয়েছে। নতুন কলা অনুষদ ভবনকে শহীদ ফরহাদ হোসেন ভবন এবং বঙ্গবন্ধু হলের নাম শহীদ হৃদয় তরুয়া হল রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নতুন কলা অনুষদ ভবনের সামনে শিক্ষার্থীরা একত্রিত হন। এতে কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। নতুন কলা অনুষদ ভবনের সামনে শহীদ ফরহাদের নামে এবং বঙ্গবন্ধু হলের গেইটে শহীদ হৃদয় তরুয়ার নামে ব্যানার টাঙান তারা।

- বিজ্ঞাপন -

এসময় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন বলেন, ‘ আন্দোলনে শহীদদের প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ। দেশে বঙ্গবন্ধুর নামে অনেক স্থাপনা ভাস্কর্য আছে। তাই হৃদয় তরুয়ার নামে বঙ্গবন্ধু হলের নামটি হৃদয় তরুয়া হল রাখা হয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চবির অন্যতম সমন্বয়ক ওবায়দুল্লাহ মোহাম্মদ আলী বলেন, ‘ বৈষম্যবিরোধী আন্দোলন থেকে অফিশিয়ালি এই দাবিগুলো প্রশাসনকে জানানোর সিদ্ধান্ত হয়েছে। ইতিহাস বিভাগের সাধারণ শিক্ষার্থীরা আজকে ভবনের নামকরণ করে আমাদের কাজে সহযোগিতা ও সহজ করে দিয়েছে।’

উল্লেখ্য , ১৮ জুলাই চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিলেন হৃদয়। ওইদিন চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়।অন্যদিকে গত ৪ আগস্ট নিজ জেলা মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে নিহত হন শহীদ ফরহাদ হোসেন।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img