spot_img

ববিতে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

এসম্পর্কিত আরো পড়ুন

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রক্তদান সংগঠন বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও নবীন সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

- বিজ্ঞাপন -

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ কর্মসূচি শুরু হয়। যা চলে দুপুর ২টা পর্যন্ত।

ববি ইউনিটের সভাপতি নূরউল্লাহ সিদ্দিকী বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট(বরিশাল জোন) এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করি। প্রায় শতাধিক শিক্ষার্থী রক্তের গ্রুপ পরীক্ষা করেছে। আমরা চাই সচেতনতা বৃদ্ধি করতে পাশাপাশি রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করতে৷ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং উক্ত  কর্মসূচিতে বাঁধনের উপদেষ্টা মন্ডলী সদস্য এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

রক্ত পরীক্ষা করতে আসা একাউন্টিং বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইউম বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় একটা ভালো উদ্যোগ। অধিকাংশ সময় দেখা যায় আমরা নিজেরা নিজের রক্তের গ্রুপ জানি না। যেটা খুবই দুঃখজনক৷ বাঁধনের এমন আয়োজনে শিক্ষার্থীরা রক্তদানের উৎসাহিত হবে।

উল্লেখ্য, “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালের  বরিশাল বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিট তাদের কার্যক্রম শুরু করে৷ বর্তমানে সংগঠনটির দুইশতাধিক রক্তদানকারী কর্মী রয়েছে। যারা প্রতিনিয়ত রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করছে।

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img