spot_img

বন্যার্তদের পাশে শাবিপ্রবির স্বপ্নোত্থান

এসম্পর্কিত আরো পড়ুন

শাবিপ্রবি প্রতিনিধি:

দ্বিতীয় ধাপে দেশের বন্যাকবলিত বিভিন্ন অঞ্চলের ১০৩টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’।

- বিজ্ঞাপন -

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনটির প্রচার সম্পাদক কাউসার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

কাউসার আহমেদ বলেন, সম্প্রতি বন্যাকবলিত লক্ষ্মীপুর জেলার বানভাসিরা খাদ্য ও সুপেয় পানির সংকটে ভুগছে। তাদের এ সংকটময় মুহূর্তে জেলাটির বিভিন্ন অঞ্চলের ১০৩ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে মানবিক সহায়তায় এগিয়ে আসে স্বপ্নোত্থন।

তিনি আরও বলেন, স্বপ্নোত্থানের স্বেচ্ছাসেবীরা গত ৮সেপ্টেম্বর জেলাটির দক্ষিণ মান্দারী ইউনিয়নের পুরাতন ভুঁইয়া বাড়ি, গণক বাড়ি এবং চতলিয়া গ্রামে ত্রাণ বিতরণ করে। এসব ত্রাণসামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবণ, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ও মেয়েদের জন্য স্যানিটারি প্যাড।

ত্রাণ কর্মসূচি সম্পর্কে সংগঠনটির সভাপতি মাহাবুবুর রহমান বলেন,”বন্যা কবলিত অনেক জায়গায় বন্যার পানি কমে গেলেও লক্ষ্মীপুর বেশ কিছু জায়গায় এখনো পানিতে তলিয়ে আছে। পথ দুর্গম হওয়ার কারণে যে-সকল জায়গায় ত্রাণ পৌঁছায়নি সেসকল জায়গায় আমরা ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা আশা করছি দ্রুতই মানুষ তাদের দুর্ভোগ কাটিয়ে, স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করবে।”

উল্লেখ্য, এরআগে গত ২৮ আগস্ট বন্যাকবলিত বিভিন্ন জেলার ৩৫০ টি বানভাসি পরিবারেরই মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে বলে জানায় সংগঠনটি।

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img