এডুকেশন টাইমস
২৪ মার্চ ২০২৪, ৪:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে শাবি ছাত্রলীগ’

শাবিপ্রবি প্রতিনিধি: সাধারণ শিক্ষার্থীদের সমস্যা, সংকট নিরসনে ও ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করে স্মার্ট ক্যাম্পাস ও বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রলীগের এই ইউনিট।

রবিবার (২৪ মার্চ) সন্ধ্যায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিমিয় কালে এসব কথা বলেন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান।

মত বিনিময়কালে শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্রর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ন্ঈামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহসভাপতি নাজমুল হাসান, তানিম খন্দকার, সাজেদুল ইসলাম, ইউসুফ হোসেন টিটু, আশিকুর রহমান আশিক, শিমুল মিয়া, আয়াজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমামুল হোসেন হৃদয়, সুমন মিয়া, উজ্জল দাস চিনু, মো. উজ্জল মিয়া, মো. সাজ্জাদ হোসেন, জাফর উদ্দিন লাসিম ও সাংগঠনিক সম্পাদক নুরে আলম শ্রাবণ, অমিত সাহা, ফারহান হোসেন চৌধুরী আরিয়ানসহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়েদুল হক রবিন, দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভ, কার্যকরী সদস্য সাগর হাসান শুভ্র ও নুর আলমসহ ক্লাবের অন্য সদস্যরা।

এ সময় শাবি ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি খলিলুর রহমান বলেন, ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করে স্মার্ট ক্যাম্পাস ও বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে। শাবিপ্রবি ছাত্রলীগের এই ইউনিটকে বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তুলব। সকলেই যেন এই ইউনিটকে অনুসরণ করে।

সাধারণ সম্পাদক সজিবুর রহমান বলেন, দীর্ঘ ১১ বছর পর শাবি ছাত্রলীগের নতুন কমিটি হয়েছে। এটা সকল নেতাকর্মীদের জন্য আনন্দের। কমিটির সকল নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও দেশরত্ন শেখ হাসিনা স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব।

শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সকল নেতামকর্মীকে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা ও সার্বিক উন্নয়নে শাবি ছাত্রলীগকে সঙ্গে নিয়ে প্রেসক্লাব কাজ করে যাবে। অতীতের মতো সামনের দিনে প্রেসক্লাবের ছাত্রলীগের সুসম্পর্ক বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এগারো বছর পর গত ২০ মার্চ ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। নতুন কমিটি গঠিত হওয়ার পর থেকেই এই ইউনিটের নেতাকর্মীদের মনে প্রাণচাঞ্চল্যতা ফিরেছে।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ৭৯ জেলে-নাবিককে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

চবি শিক্ষার্থী ফরহাদের মরদেহ উত্তোলনে পরিবারের বাধা  

মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

শেখ হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিলেন: হাসনাত আবদুল্লাহ

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ভিভো

৬ষ্ঠ বারের মতো আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে রুয়েটের যন্ত্রকৌশল অনুষদ

রাবিতে স্থাপন করা হলো দেশের প্রথম ‘পোষ্য কোটার সমাধি’

নিরাপত্তাকর্মীদের মাঝে ইবি ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

সিকৃবিতে প্রথমদিনের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা ২২৪ টি

জবি ছাত্রদলের ক্যাম্পাসের নিরাপত্তা কর্মী ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

১০

জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে নোবিপ্রবিতে স্মরণসভা ও সাংস্কৃতিক সন্ধা

১১

ঢাবির মুজিব হলের ক্যান্সারে আক্রান্ত ‘মনির ভাই’ এর পাশে শিবির

১২

পোষ্য কোটার কবর দিলেন রাবি শিক্ষার্থীরা

১৩

ভন্ড সাংবাদিকদের মুখোশ উন্মোচনের দাবি সারজিসের

১৪

কবি নজরুল সরকারি কলেজে ছাত্রশিবিরের প্রকাশ্য যাত্রা: শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ

১৫

ইডেন কলেজের শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ ঢাকা কলেজের শিক্ষকের বিরুদ্ধে

১৬

জুলাইয়ের চেতনায় সেজেছে ইবির নবীন বরণ উৎসব

১৭

কবি নজরুল কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

১৮

মাভাবিপ্রবি গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত

১৯

শাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের ঋণ’ শীর্ষক আলোচনা সভা

২০