রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. তারিকুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তারিখ ঘোষণা করা হয়। সে অনুযায়ী, আগামী ১০ মে থেকে ভর্তি শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি কমিটির সভার ৩ (১০) নম্বর সিদ্ধান্তে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি শুরু ও শেষ তারিখ এবং ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি শুরুর তারিখ ১০ মে। এ প্রক্রিয়া চলবে ২০ জুন পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।
এসআই/