জবি প্রতিনিধি: রমজান মাস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রংপুর জেলা ছাত্রকল্যাণের উদ্যােগে রোজাদারদের মাঝে সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অসহায় ও দুস্থ মানুষজনের মাঝে এই সেহেরি সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাজবুল ইসলাম, উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু মুসা, ১নং সাংগঠনিক সম্পাদক মো. সুমনসহ আরো অনেকে।
এ সময় সাধারণ সম্পাদক সাজবুল ইসলাম বলেন, আমাদের এই প্রশংসনীয় কাজ পরবর্তীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ,চেষ্টা করব আমরা অব্যাহত রাখার।
উপদেষ্টামণ্ডলীর সদস্য আবু মুসা রিফাত বলেন, এর আগেও আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি, শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছি।
এসআই/
মন্তব্য করুন