জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এই বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের ৩৯তম ব্যাচের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা ক্যাম্পাসে গণপিটুনীর শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
কমিটিতে অধ্যাপক ড. স্বাধীন সেনকে সভাপতি এবং অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, অধ্যাপক ড. মো. এমরান জাহান, অধ্যাপক ড. আনিছা পারভীন, সহযোগী অধ্যাপক আমিনা ইসলামকে সদস্য করা হয়েছে।
এসএস/
মন্তব্য করুন