জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ৪৬তম ব্যাচের শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গ্যালারী রুমে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ এবং বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক মোঃ আবদুর রব।
এ সময় বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সিফাতুন নাহার পুষ্প এবং মাহবুবুর রহমান রিমনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে ফুল ও ক্রেস্ট প্রদান করে বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় এবং ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
নবীনবরন ও বিদায় সংবর্ধনা শেষে রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বিভাগের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এ সময় স্মৃতিচারণ করেন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
এএকে /
মন্তব্য করুন