spot_img

শাবিতে চার ক্যাটাগরিতে দিক থিয়েটারের ‘দিক অ্যাওয়ার্ড’ প্রদান

এসম্পর্কিত আরো পড়ুন

শাবিপ্রবি প্রতিনিধি: প্রতিবছরের ন্যায় এবারো কাজের স্বীকৃতি স্বরূপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্য বিষয়ক সংগঠন ‘দিক থিয়েটার’ তাদের কর্মীদের চারটি ক্যাটাগরিতে ‘দিক অ্যাওয়ার্ড প্রদান করেছে। গত ৮ মাসের কাজের স্বীকৃতি স্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে সংগঠনটির প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়।

- বিজ্ঞাপন -

চারটি ক্যাটাগরি হলো সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা সংগঠক ও সেরা থিয়েটার অ্যাকটিভিস্ট। চারটি ক্যাটাগরির মধ্যে ‘টিনের তলোয়ার’ নাটকের জন্য ‘সেরা অভিনেতা’ ও ‘সেরা অভিনেত্রী’ মনোনীত করা হয়। দীর্ঘ সময় মঞ্চে না থেকেও ছোট একটি মুহূর্তের মাধ্যমে দর্শকদের মাঝে আলোড়ন সৃষ্টি করায় ‘সেরা অভিনেতা’ নির্বাচিত হয়েছেন কল্যাণ পাল। এক্ষেত্রে সময়ানুবর্তিতার কথাও বিবেচনায় ছিল।

মঞ্চে দীর্ঘ সময় ডায়লগ বিহীন থেকে চরিত্রের ভিতর থাকাটা খুব কঠিন কাজ। আর এই কঠিন কাজটি সাবলীলভাবে করতে পারায় ‘সেরা অভিনেত্রী’ নির্বাচিত হয়েছেন অবন্তিকা দে। সংগঠনের সকল কাজ সুন্দর ও সুচারুভাবে করা। নিজের উপর অর্পিত দায়িত্ব ছাড়াও সহকর্মীদের সাহায্য ও নতুন কর্মীদের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। সকল কাজেই নিজস্বতার ছাপ রেখেছে জাকির হোসেন। এর ফলস্বরূপ থাকে ‘সেরা সংগঠক’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

কমিটি জুড়ে সক্রিয়ভাবে ‘দিক থিয়েটারের’ নাটকের সাথে সম্পর্কিত প্রায় সকল ক্ষেত্রেই অবদান রাখার চেষ্টা করেছে দ্বৈপায়ন দাস অনন্য। তার এই কর্মঠ মনোভাব আর দিক থিয়েটারের প্রতি নিবেদিত প্রাণের কারণে তাকে ‘সেরা থিয়েটার অ্যাকটিভিস্ট’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

টিনের তলোয়ার নাটকের সহ নির্দেশক ও বিগত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ‘সেরা অভিনেতা’ ও ‘সেরা অভিনেত্রী’ নির্বাচনের দায়িত্ব পালন করে অর্নিকা দেব। বিগত কমিটির সভাপতি হিসেবে সংগঠনের সকল কার্যক্রমের উপর দৃষ্টি রাখতে হয়েছে মো. শাকিলকে। এই কারণে সেরা সংগঠক ও ‘সেরা থিয়েটার অ্যাকটিভিস্ট’ নির্বাচনের দায়িত্ব পালন করেন তিনি।

উল্লেখ্য, গত ১৫ই ফেব্রুয়ারি ‘দিক থিয়েটার’ নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করে। সেখানে বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জাকির হোসেনকে সভাপতি ও পরিসংখ্যান বিভাগের একই বর্ষের দ্বৈপায়ন দাশ অনন্যকে সাধারণ সম্পাদক ও লোকপ্রশাসন বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের অবন্তীকা দে’কে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img