এডুকেশন টাইমস
২৬ মার্চ ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাক স্বাধীনতার নামে অপকর্ম করা থেকে বিরত থাকতে হবে: কুবি উপাচার্য

কুবি প্রতিনিধি: ব্যক্তি স্বাধীনতা ও বাক স্বাধীনতার নামে অপকর্ম করা থেকে বিরত থাকতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। ‍কুবিতে ৫৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তিনি।

এ সময় তিনি বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা মুক্তিযোদ্ধাদের প্রতি, কালরাতের হত্যাকাণ্ডের সকল শহিদের প্রতি, বীরঙ্গনাসহ মুক্তিযুদ্ধের সকল শহিদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুধু মুখে স্বাধীনতার কথা বললে হবে না। আলবদর, আল-শামস যখন একটি গোষ্ঠী হিসেবে মাথাচাড়া দিয়ে ওঠে তারা স্বাধীনতার ঘোষক নিয়ে বিভ্রান্তি তৈরি করে। স্বাধীনতাকে হৃদয়ে ধারণ করতে হবে। স্বাধীনতা মানে অন্যের অধিকার ভুলণ্ঠিত করা নয়। অন্যের অধিকারকেও আমাদের সম্মান দেখাতে হবে। ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতার নামে অপকর্ম করা থেকে বিরত থাকতে হবে।’

এর আগে স্বাধীনতা উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে বঙ্গবন্ধু ভাষ্কর্যের পাদদেশ থেকে স্বাধীনতা দিবসের র‍্যালি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবাররের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়৷ এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাখা ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা পরিষদ, বিভিন্ন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, বিভিন্ন সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর ভাষ্কর্যের পাদদেশে পুষ্পার্ঘ্য শেষে আয়োজিত ওই আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো: আসাদুজ্জামান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীরা।

আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধু প্রথম সংগ্রাম ছিল মুক্তির সংগ্রাম। কিন্তু বঙ্গবন্ধু যে মুক্তির ডাক দিয়েছেন বাঙালি এখনো মুক্তি পায়নি। বঙ্গবন্ধু তনয়া সে লক্ষ্যে কাজ করছে।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, ‘মার্চ মাস বাংলাদেশের গুরুত্বপূর্ণ মাস। বঙ্গবন্ধু ৭ মার্চ থেকে স্বাধীনতাকে ধারণ করেছেন। ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন। পাকিস্তানি বাহিনী যে পরিমাণ ক্ষতি করেছে রাজাকার, আল-বদর ও আল-শামস তার চেয়ে বেশি ক্ষতি করেছে।’

স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘জাতীয় প্রোগ্রাম করার জন্য যারা শ্রম ও সহযোগিতা করছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে সে লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাবে।বিশ্ববিদ্যালয়ের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবসময় ভালোর পক্ষে থাকবেন এবং মন্দকে রহিত করবেন।’

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং হলগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন ও হল গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এবং দেশাত্মবোধক গান প্রচার করা হয়। প্রতি বছরের মত এবারও স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ৭৯ জেলে-নাবিককে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

চবি শিক্ষার্থী ফরহাদের মরদেহ উত্তোলনে পরিবারের বাধা  

মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

শেখ হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিলেন: হাসনাত আবদুল্লাহ

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ভিভো

৬ষ্ঠ বারের মতো আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে রুয়েটের যন্ত্রকৌশল অনুষদ

রাবিতে স্থাপন করা হলো দেশের প্রথম ‘পোষ্য কোটার সমাধি’

নিরাপত্তাকর্মীদের মাঝে ইবি ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

সিকৃবিতে প্রথমদিনের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা ২২৪ টি

জবি ছাত্রদলের ক্যাম্পাসের নিরাপত্তা কর্মী ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

১০

জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে নোবিপ্রবিতে স্মরণসভা ও সাংস্কৃতিক সন্ধা

১১

ঢাবির মুজিব হলের ক্যান্সারে আক্রান্ত ‘মনির ভাই’ এর পাশে শিবির

১২

পোষ্য কোটার কবর দিলেন রাবি শিক্ষার্থীরা

১৩

ভন্ড সাংবাদিকদের মুখোশ উন্মোচনের দাবি সারজিসের

১৪

কবি নজরুল সরকারি কলেজে ছাত্রশিবিরের প্রকাশ্য যাত্রা: শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ

১৫

ইডেন কলেজের শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ ঢাকা কলেজের শিক্ষকের বিরুদ্ধে

১৬

জুলাইয়ের চেতনায় সেজেছে ইবির নবীন বরণ উৎসব

১৭

কবি নজরুল কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

১৮

মাভাবিপ্রবি গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত

১৯

শাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের ঋণ’ শীর্ষক আলোচনা সভা

২০