জবি প্রতিনিধি:
আজ ১ অক্টোবর, আন্তর্জাতিক প্রবীণ দিবস। সারা বিশ্বের মতো জবিতে দিবসটি পালিত হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’।
আজ মঙ্গলবার সিএসই বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম পিএইচডি, প্রধান অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সানজিদা ফারহানা। প্রধান আলোচক ছিলেন সেন্টার ফর সোশ্যাল সায়েন্স রিসার্চের ডাইরেক্টর অধ্যাপক মোঃ আবুল হোসেন
অধ্যাপক আবুল হোসেন বলেন, বাংলাদেশের মতো একটি মুসলিম দেশে মা বাবাকে আইন করে দায়িত্ব দেওয়া লাগছে যেখানে ১.৫ কোটি মানুষের বয়স ৬০+। ২০৫০ সালের মধ্যে এর পরিমাণ টা বহুগুণে বেড়ে যাবে। কিন্তু বর্তমানে মেয়েরা কর্মমুখী হওয়ায় বৃদ্ধদের যত্নের পরিমাণ কমে গেছে। সরকারকে এ ব্যাপারে আরও উদ্যোগী হতে হবে। রাষ্ট্রকে যাবতীয় ব্যবস্থা গ্রহন এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে প্রবীণদের প্রতি আরও যত্নশীল হতে হবে। সরকার থেকে যে ভাতা প্রদান করা হয় সেটা শুধুমাত্র প্রবীণদের দায়িত্ব নেওয়ার জন্য দেওয়া হয়। প্রবীণদের অধিকার রক্ষায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তাহলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।
এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ। সেমিনারে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান। সেমিনারে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহযোগী অধ্যাপক বুশরা জামান।
সেমিনারে সমাজকর্ম বিভাগের শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধিসহ অন্যান্যরা সেমিনারে অংশগ্রহণ করেছে।
এএকে /
মন্তব্য করুন