spot_img

স্বাধীনতা দিবসে ইবির খালেদা জিয়া হলে আলোচনা সভা অনুষ্ঠিত

এসম্পর্কিত আরো পড়ুন

ইবি প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে আলোচনা সভা ও দোয়া মোনাজত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বেলা ১টার দিকে হলের বঙ্গবন্ধু লাইব্রেরিতে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

- বিজ্ঞাপন -

হল প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.আনোয়ার হোসেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আক্তারুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমরা সেই জাতি যে জাতির অস্তিত্ব রক্ষা করার জন্য বিশাল ত্যাগ স্বীকার করতে হয়েছে। একটা পিছিয়ে পড়া ও মলিন দেশকে এই পর্যায়ে নিয়ে আসতে স্বাধীনতায় যাদের অবদান ছিলো তাদের বংশধরেরাই কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যেককে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলার শপথ গ্রহণ করতে হবে। বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা যে স্মার্ট, ডিজিটাল, সাংস্কৃতিক, ও রোল মডেলে পরিণত করেছে তার ধারা অক্ষুন্ন রেখেই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছি।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img