এডুকেশন টাইমস
২৬ মার্চ ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বাধীনতা দিবসে কুবি শিক্ষক সমতির আলোচনা সভা

কুবি প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক সমিতি উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) প্রশাসনিক ভবনের শিক্ষক মিলনায়তন কক্ষে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. মাহমুদুল হাসান রাজুর সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবদুল মান্নান। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. জি. এম মনিরুজ্জামান।

অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্যে বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম মনিরুজ্জামান বলেন, মার্চ মূলত অগ্নিঝরা মাস।এই মাসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এরপর আমরা নানা চড়াই-উতরাই এর মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম। এই মাসেই সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে। মূলত এই মাসেই স্বাধীনতার বীজ বপন করা হয়েছে।’

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান বলেন, ‘যারা জনগণকে অবহেলা করে কোনো না কোনোভাবে তাদের রশিটাকে টানতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে। যে দিকগুলো নিয়ে বিতর্ক হচ্ছে সেগুলোই আমাদের সমাজকে আস্তে আস্তে এফেক্ট করছে। সবচেয়ে বড় দিকটা যা আমরা অবহেলা করেছি সেটা হলো জনসম্পৃক্ততা।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: আবু তাহের বক্তব্যে বলেন, স্বাধীনতা এবং মুক্তিযোদ্ধা শব্দগুলো একে অপরের পরিপূরক। মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ হওয়ার নয়। আজ বাংলাদেশের স্বাধীনতা দিন দিন ক্ষুন্ন হচ্ছে। অনেকে মুখে স্বাধীনতার কথা বলে, বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে কিন্তু কাজ করে তার বিপরীত। তাদের কারণেই স্বাধীনতা ক্ষুন্ন হচ্ছে। তাদের কারণে আমরা স্বাধীনতার সুফল পাচ্ছি না। বঙ্গবন্ধুর আদর্শের অন্যতম দিক হচ্ছে দেশপ্রেম। যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা কখনো অন্য একটি দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারে না। যাদের মাঝে দেশ প্রেম আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে দিয়ে বিদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে পারে না।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আরেকটি আদর্শ হলো জাতিকে ঐক্যবদ্ধ করা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রলীগ, কর্মকর্তা ও কর্মচারীরদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। এটা বঙ্গবন্ধুর আদর্শ হতে পারে না।

এ সময় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ও মো. তোফায়েল হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ মো. মুর্শেদ রায়হান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ড. জান্নাতুল ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুর রহমান, কার্যকরী সদস্য ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. দুলাল চন্দ্র নন্দী, মোহাম্মদ আইনুল হক, এবং মাহমুদুল হাসান রাহাত এবং কর্মচারী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ৭৯ জেলে-নাবিককে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

চবি শিক্ষার্থী ফরহাদের মরদেহ উত্তোলনে পরিবারের বাধা  

মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

শেখ হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিলেন: হাসনাত আবদুল্লাহ

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ভিভো

৬ষ্ঠ বারের মতো আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে রুয়েটের যন্ত্রকৌশল অনুষদ

রাবিতে স্থাপন করা হলো দেশের প্রথম ‘পোষ্য কোটার সমাধি’

নিরাপত্তাকর্মীদের মাঝে ইবি ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

সিকৃবিতে প্রথমদিনের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা ২২৪ টি

জবি ছাত্রদলের ক্যাম্পাসের নিরাপত্তা কর্মী ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

১০

জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে নোবিপ্রবিতে স্মরণসভা ও সাংস্কৃতিক সন্ধা

১১

ঢাবির মুজিব হলের ক্যান্সারে আক্রান্ত ‘মনির ভাই’ এর পাশে শিবির

১২

পোষ্য কোটার কবর দিলেন রাবি শিক্ষার্থীরা

১৩

ভন্ড সাংবাদিকদের মুখোশ উন্মোচনের দাবি সারজিসের

১৪

কবি নজরুল সরকারি কলেজে ছাত্রশিবিরের প্রকাশ্য যাত্রা: শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ

১৫

ইডেন কলেজের শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ ঢাকা কলেজের শিক্ষকের বিরুদ্ধে

১৬

জুলাইয়ের চেতনায় সেজেছে ইবির নবীন বরণ উৎসব

১৭

কবি নজরুল কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

১৮

মাভাবিপ্রবি গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত

১৯

শাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের ঋণ’ শীর্ষক আলোচনা সভা

২০