এডুকেশন টাইমস
২৭ মার্চ ২০২৪, ৪:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘রাবি প্রশাসনের উচিত অনাবাসিক শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া’

রাবি প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল একবেলা খাবারের আয়োজন করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। তবে শর্তের বেড়াজালে এ খাবার সংগ্রহ থেকে বঞ্চিত হয় অনাবাসিক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় আবাসিকতা ও অনাবাসিকতার উপর নির্ভর করে রাষ্ট্রীয় উদযাপন পালন ‘শ্রেণি বৈষম্য’ উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন।

এ ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে শিক্ষার্থীদের সমানভাবে উদযাপনের সুযোগ দিতে না পারার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনাবাসিক শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছে সংগঠনটি। ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তারা।

বুধবার (২৭ মার্চ) দুপুরে সংগঠনটির প্রচার ও মিডিয়া সম্পাদক ফাহির আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন তারা।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, দেশের অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের তথ্যমতে, এখানে ত্রিশ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। এ বিদ্যাপীঠে ১৭টি আবাসিক হল থাকলেও বেশিরভাগ শিক্ষার্থী হলের আবাসিকতা প্রাপ্তির অধিকার হতে বঞ্চিত হয়ে আসছে। যা শিক্ষার্থীদের জীবনমানের উপর ব্যাপক প্রভাব ফেলছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছরই একবেলা খাবারের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনাবাসিক শিক্ষার্থীরা প্রতি বছরের ন্যায় এবারও উক্ত রাষ্ট্রীয় উদযাপন থেকে বঞ্চিত হয়েছে। উক্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন।

অনাবাসিক শিক্ষার্থীদের বঞ্চিত করার ঘটনা শ্রেণি বিভক্তি ও বৈষম্য বাড়াবে বলে মন্তব্য করেন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব। তিনি বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অধিকার দেশের প্রতিটি নাগরিকের আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও উক্ত আয়োজনে অংশ নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সেই খাবার হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। এর দায় শিক্ষার্থীদের না কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের? নিঃসন্দেহে এ ধরনের পদক্ষেপ বিশ্ববিদ্যালয় পরিসরে শিক্ষার্থীদের মধ্যে শ্রেণি বিভক্তি ও বৈষম্য বাড়াবে।

একই বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক এফ. আর. এম. ফাহিম রেজা বলেন, মহান স্বাধীনতা দিবস উদযাপন শিক্ষার্থীদের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছিল। এ উৎসবে অংশীদারিত্বের মানদণ্ড কখনোই একজন শিক্ষার্থীর আবাসিকতা কিংবা অনাবাসিকতার উপর নির্ভর করা উচিত নয়। এখানে স্পষ্টতই অনাবাসিক শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণ পরিলক্ষিত হয়। যা অনাকাঙ্ক্ষিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের পদক্ষেপ সাম্য ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার অন্তরায়।

লিখিত বার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ উদযাপনে শিক্ষার্থীদের সমানভাবে উদযাপনের সুযোগ দিতে না পারার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া উচিত। একইসাথে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।

এর আগে, দিবসটি উপলক্ষ্যে আয়োজিত এই বিশেষ খাবার সর্বজনীন না করায় তা বর্জন করে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সাতটি ছাত্রসংগঠন।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাইনিজ গভর্নমেন্ট দিচ্ছে ‘সিএসসি’ স্কলারশিপ, থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা

বিপ্লব হোক মুক্তবুদ্ধির

ইসলামী সভ্যতা-সংস্কৃতির প্রতিস্থাপন করতে হবে: শিবির সভাপতি

সাদ্দামকে নিয়ে খালেদ মুহিউদ্দিনের টকশো স্থগিত

মার্কিন নির্বাচনে বাজিমাত করলেন যে দুই মুসলিম নারী

ইসকন প্রসঙ্গে যা জানালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব

ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপ সমূহ

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাবি, বুয়েটকে পেছনে ফেলে দ্বিতীয় নর্থ সাউথ

রাজশাহীতে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, আটক ৯ শিক্ষার্থী

নোবিপ্রবিতে নজরুল বক্তৃতা ও প্রশ্ন উত্তরপর্ব সেমিনার অনুষ্ঠিত

১০

নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুক্রবার

১১

গণমাধ্যমের ওপর আক্রমণ বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থী: টিআইবি

১২

পলিথিন বন্ধে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা

১৩

ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

১৪

জাবিতে নবীন শিক্ষার্থীদের মাঝে ১৫০০ কোরআন বিতরণ

১৫

শাবিতে দলীয় ব্যানারে রাজনৈতিক কার্যক্রমে ‘আপাতত’ নিষেধাজ্ঞা

১৬

ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষার হল পরিদর্শনে শাবিপ্রবি উপাচার্য

১৭

মাভাবিপ্রবিতে পরিবহন ভোগান্তি যেন পিছু ছাড়ছে না

১৮

সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের প্রতি হাসনাত-সারজিসের ক্ষোভ

১৯

লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও বেরোবিতে প্রকাশ্য ছাত্রদলের পোস্টার

২০