জবি প্রতিনিধি:
জবিস্থ বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদের এক মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী আব্দুস শুক্কুর আইমানকে আহ্বায়ক ও রসায়ন বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী মোঃ মিরাজ হোসেনকে ১ নং যুগ্ম আহ্বায়ক করে কমিটি অনুমোদন দেন উপদেষ্টারা।এতে আরো ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ।
বুধবার (৯ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বরিশাল জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বিনতে ইকবাল, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. ওমর ফারুক, গোলাম মাওলা শাহীন, এ বি এম মুনিবুর রহমান পাভেল, আবদুল্লাহ আল মুরাদ, নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন শফিকুল ইসলাম সুমন, ইমরান রেজা, আমিনুল ইসলাম আরিফ, রায়হান বাহাদুর, মো. সিয়াম হোসেন, রুবেল বাহাদুর, অশোক রায়, নাঈমুর রহমান, মো. রনি হোসেন, মেহেদী হাসান ইমন।
নবনির্বাচিত আহ্বায়ক আব্দুস শুকুর আইমান বলেন ,দীর্ঘদিন বরিশাল জেলা কল্যান পরিষদ ছিলো ছাত্রলীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নের একটি অন্যতম প্লাটফর্ম কিন্তু বর্তমানে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে নতুন ভাবে বরিশাল জেলা ছাত্র কল্যান পরিষদ সাজাতে চাচ্ছি যে সংগঠন সত্যিকার অর্থেই ছাত্রছাত্রীদের কল্যানের জন্য কাজ করবে এবং তাদের সকল আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
###
মন্তব্য করুন