জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
গতকাল (১২ অক্টোবর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের এমএইট গেইট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম রাসেল। তিনি প্রাণীবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, সাভার থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন ওই শিক্ষার্থী। এমএইচ গেটের কাছাকাছি আসলে ছিনতাইকারী রিকশা আটকে মোবাইল ফোন এবং সাথে থাকা প্রায় সাড়ে ৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় বাধা দিতে গেলে কোমরের দিকে ছিনতাইকারীরা ছুরি দিয়ে আঘাত করে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়।
আহত শিক্ষার্থী এমএইচ গেটের গার্ডদের জানানোর পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.কে.এম রাশিদুল আলম ও নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী ঘটনাস্থলে যান। সেখান থেকে রাসেলকে মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং ক্ষতস্থানে তিনটি সেলাই দেওয়া হয়। তবে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় অধিকতর চিকিৎসার জন্য সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম বলেন, এ ঘটনাগুলো দীর্ঘদিন যাবৎ ঘটছে। এর স্থায়ী সমাধান প্রয়োজন। আজকের ঘটে যাওয়া ব্যাপারটি পুলিশকে অবহিত করেছি। দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
উপ-উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ বলেন, আমরা ইতোমধ্যে ওই এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ নিয়েছি। সাভার সার্কেল পুলিশের সাথে এ নিয়ে দুবার আলোচনা হয়েছে। আজকে দ্বিতীয়বার পুলিশের সাথে কথা বললাম। সপ্তাহ খানেক আগেও একবার এ বিষয়ে কথা বলেছিলাম। পূজার পর এ বিষয়ে কার্যকরী পদক্ষেপগুলো দৃশ্যমান হবে বলে আশা রাখছি।
এএকে /