spot_img

হাল্ট প্রাইজের টপ বডিতে স্হান পেয়েছে  নজরুল বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী 

এসম্পর্কিত আরো পড়ুন

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বুকে নতুন ইতিহাসের সূচনা ঘটাতে আসছে হাল্ট প্রাইজের ৭ম কমিটির টপ বডি! ১৩ অক্টোবর, ২০২৪ তারিখে ঘোষণা করা হয় এই টপ বডি মেম্বারদের নাম, এবং আজ ১৫ ই অক্টোবর পূর্ণাঙ্গ কমিটি গঠন  করা হবে, যারা সাফল্যের নয়া পথ রচনায় একত্রিত হয়েছেন।

ক্যাম্পাস ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বেলাল হোসেন শাওন এবং তার উদ্যমী সহযোদ্ধারা হলেন — বিশ্ববিদ্যালয়ের  ১৫তম ব্যাচের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী আলভি আমিন সরকার,  অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী ফাইজুল ইসলাম নাঈম , একই ব্যাচের সাদিয়া আফরিন সেলভী ইএসসি বিভাগের শিক্ষার্থী  ও  এস.এম. ত্বসীন রহমান  এবং ১৬তম ব্যাচের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রিজভি আহমেদ।

- বিজ্ঞাপন -

উল্লেখ্য যে হাল্ট প্রাইজ হলো একটি বার্ষিক প্রতিযোগিতা যেখানে বিভিন্নধরণের সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ এর ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। খাদ্য নিরাপত্তা, পানি, শক্তি এবং শিক্ষা ইত্যাদি  বিষয়জনিত সমস্যার সমাধান নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।বর্তমানে হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল এবং ইউনাইটেড  ন্যাশন্স ফাউন্ডেশন এর অংশীদারিত্বে অব্যাহত আছে এই হাল্ট প্রাইজ।

অর্থনীতিতে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস  হাল্ট প্রাইজকে “নোবেল প্রাইজ ফর স্টুডেন্টস” বলে অভিহিত করেন।

প্রাক্তন ইউ এস প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রতি বছর একটি চ্যালেন্জ নির্ধারণ করেন, যেটাকে কেন্দ্র করে সারাবিশ্বের তরুণ প্রজন্ম তাদের নিজস্ব চিন্তা ভাবনার আলোকে সমাধানমূলক বিভিন্ন বিজনেস আইডিয়া উপস্থাপন করে।

তাদের এই মিশন শুধু প্রতিযোগিতা নয়, এটি এক নতুন অধ্যায়, এক নতুন ভবিষ্যৎ— নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। এই চমকপ্রদ টিম তাদের প্রচেষ্টা, উদ্ভাবনী চিন্তাধারা এবং অন্তহীন অনুপ্রেরণায় বিশ্বকে বদলে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img