ইবি প্রতিনিধি: আমেরিকার ‘আইওয়া’ বিশ্ববিদ্যালয়ে ফল-২০২৪ বর্ষে ফুল ফান্ডেড স্কলারশিপসহ পিএইচডি করার সুযোগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী শাহীন আলী। তিনি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার (২৭ মার্চ) ওই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরসহ বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করার প্রস্তাব পান শাহীন।
শাহীন আলী বলেন, ‘গ্রাজুয়েশনের শুরু থেকেই সিনিয়র ভাইদের অনুপ্রেরণায় রিসার্চের দিকে সময় দিয়েছি। করোনার সম্পূর্ণ সময় আমি রিসার্চের কাজে ব্যয় করেছি। এ পর্যন্ত আমার ২০ এর অধিক গবেষণা প্রবন্ধ বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। আমার এই প্রাপ্তির পিছনে এসব প্রবন্ধ সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে।’
তিনি আরো বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আমেরিকার ওয়েবসাইট ‘NexTop-USA’ এর সাথে যুক্ত ছিলাম। সেখানে কিভাবে আবেদন করতে হয়, কী কী শর্তাবলী আছে, IELTS করতে হবে কিনা ইত্যাদি নানা বিষয়ে দিক নির্দেশনা পাই। পরে আমি ২০২৩ সালের শেষের দিকে IELTS সম্পন্ন করে স্কলারশিপের জন্য আবেদন করি। এর পরেই আমি স্কলারশিপ পেয়ে যাই।’
স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বর্তমানে প্রতিযোগিতার মাত্রা অনেক বেশি হওয়ায় দুই-একটা রিসার্চ পেপারে তেমন গুরুত্ব বহন করে না। তাই নবীনদের উচিত ২য় সেমিস্টারের পরপরই রিসার্চ পেপার পড়া ও পাবলিকেশনের জন্য কাজ শুরু করা।’
এছাড়া নেতৃত্বের গুণ ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করার পরামর্শ দেন।
উল্লেখ্য, তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের মুনছুর আলীর ছেলে। তিনি দামুড়হুদা পাইলট হাই স্কুল থেকে এসএসসি ও চুয়াডাঙ্গা সরকারী কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন।
প্রসঙ্গত, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং ২০২৪ অনুযায়ী আমেরিকার আইওয়া অঙ্গরাজ্যের এই বিশ্ববিদ্যালয়টি গ্লোবাল ক্যাটাগরিতে ২০১-২৫০ এর মাঝে রয়েছে।
এসআই/
মন্তব্য করুন