নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নারী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নারী উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মনোসরণিতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের সেইভ ইউথ নোবিপ্রবি চ্যাপ্টার। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক বাদশা মিয়া প্রদর্শনীর উদ্ভোদন করেন। এ সময় তিনি প্রত্যেকটি স্টল ঘুরে দেখেন।
এসময় তিনি বলেন, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ,এমন আয়োজন দেখতে পেরে তিনি আনন্দিত পাশাপাশি তিনি সকল নারী উদ্যোক্তার সাফল্য কামনা করেন।
মোট ৯টি স্টলে বিশ্ববিদ্যালয়ের নারী উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন এবং বিক্রয় করেন। পণ্যগুলোর মধ্যে মাটির তৈরি জিনিস পত্র, নিজেদের তৈরি বিভিন্ন খাদ্যদ্রব্য, বিভিন্ন প্রকারের পিঠা, হ্যান্ডপ্রিন্টেড ও কাস্টোমাইজড শাড়ি ও বিভিন্ন ধরনের জুয়েলারি এবং শিক্ষার্থীদের নিজের তৈরি মাথায় দেওয়া তেলসহ বিভিন্ন জিনিস প্রদর্শিত হয়।
এসআই/
মন্তব্য করুন