spot_img

চতুর্থ ধাপে ক্যাম্পাস সবুজায়নে টিম উন্নত মম শির

এসম্পর্কিত আরো পড়ুন

যবিপ্রবি প্রতিনিধি: এবার চতুর্থ ধাপে ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন বনজ, ফলজ ও ছায়াদানকারী উদ্ভিদ রোপন করলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী “সংগঠন উন্নত মম শির”।

আজ(১৭ অক্টোবর) সকাল আট ঘটিকা থেকে ক্যাম্পাসের বিভিন্ন ফাঁকা জায়গায় বৃক্ষ রোপন শুরু করে উক্ত টিমের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।

- বিজ্ঞাপন -

উন্নত মম শির এর আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, “আমরা আজ চতুর্থ ধাপে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন সম্পন্ন করলাম। সবমিলিয়ে আমরা এপর্যন্ত প্রায় ২০০ টি গাছ ক্যাম্পাসের বিভিন্ন ফাঁকা স্থানে রোপন করেছি। মূলত আমাদের ক্যাম্পাস কে আরো সুন্দর এবং সুশীতল করে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি।”

উক্ত সংগঠনের এমন কাজকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদেরকেও এগিয়ে আসতে দেখা গেছে।

এছাড়া যবিপ্রবির টিম উন্নত মম শির শেরপুর এবং লক্ষীপুর জেলায় স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে বন্যাকবলিত এলাকায় পুনর্বাসন কার্যক্রম চালাচ্ছে বলে জানান আহ্বায়ক মাসুম বিল্লাহ।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের পর থেকে ক্যাম্পাসের আশেপাশের এলাকায় বাজার মনিটরিং, সড়কে শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে যাত্রা শুরু করে টিম উন্নত মম শির। পরবর্তীতে নোয়াখালী, ফেনি ও কুমিল্লা অঞ্চলে সংঘটিত বন্যার সময়ও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে দেখা যায় উক্ত টিমের সদস্যদের।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img