নিউজ ডেস্ক:
খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. রেজাউল করিমকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছাঃ রোকছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০-এর ১১ (১) ধারা অনুযায়ী ড. রেজাউল করিমকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান পদে থাকা অবস্থায় সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন এবং উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন।
একই দিনে আরও দুইটি পৃথক প্রজ্ঞাপনে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর (উপ-উপাচার্য) ও ট্রেজারার পদে নিয়োগের কথা জানানো হয়। পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ হারুনুর রশীদ খানকে প্রো-ভাইস চ্যান্সেলর এবং বিজনেস এডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ নূরুন্নবীকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা উভয়ই চার বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন এবং তাঁদের বর্তমান পদসমূহের সমপরিমাণ বেতন ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।
/ইএইচ