spot_img

মেরিটাইমের হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর হলেন তানভীর হাসান

এসম্পর্কিত আরো পড়ুন

মেরিটাইম প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির হাল্ট প্রাইজের ২০২৪-২৫ সেশনের জন্য অন-ক্যাম্পাস রাউন্ডের ডিরেক্টর হলেন তানভীর হাসান। তানভীর মেরিটাইম ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মেরিটাইম হাল্ট প্রাইজেরের অন-ক্যাম্পাস রাউন্ডের সাথে তানভীরের পথচলা প্রায় ৩ বছরের।

প্রতি বছর হাল্ট প্রাইজে বিশ্বের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণ করে বিভিন্ন সামাজিক সমস্যার উদ্ভাবনী সমাধানের লক্ষ্যে কাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন একটি নির্দিষ্ট চ্যালেঞ্জ নির্ধারণ করেন, যা প্রতিযোগিতার মূল ভিত্তি হিসেবে থাকে। শিক্ষার্থীরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করে। একাধিক ধাপ অতিক্রম করে চূড়ান্ত পর্যায়ে বিজয়ী দলকে ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার প্রদান করা হয়, যাতে তারা প্রস্তাবিত আইডিয়াকে বাস্তবে রূপান্তরিত করতে পারে।

- বিজ্ঞাপন -

এক বিশেষ সাক্ষাৎকারে ক্যাম্পাস ডিরেক্টর তানভীর এবারের অন ক্যামপাস পোগ্রাম নিয়ে তার ভাবনার কিছু অংশ প্রকাশ করতে গিয়ে জানান ” এটি একটি বড় দায়িত্ব, পাশাপাশি চ্যালেঞ্জও আমার জন্য। আমি এবং আমার ডেপুটি প্যানেল আমাদের সবটা দিয়ে চেষ্টা করবো যেন পোগ্রামটি যথাসম্ভব স্বচ্ছতার সাথে শেষ করতে পারি। হাল্টের সাথে আমার পথ চলা বেশ করেক বছর ধরেই। আমি আমার পূর্বের অভিজ্ঞতা থেকে জানি কোন কোন জায়গা গুলোতে আমাদের সবচেয়ে বেশি ইফোর্ট দিতে হবে। এবারের হাল্টের সম্পূর্ণ কমিটি যদি আমার মতাদর্শে একমত থাকে,আমি আশাবাদী আমি শিক্ষার্থীদের একটি জাঁকজমকপূর্ণ প্রতিযোগিতার প্লাটফর্ম উপহার দিতে পারবো। ” এসময়ে তানভীর আরো জানান খুবই দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করবেন তারা। ইতিমধ্যে কমিটির কাজ অনেকাংশেই শেষ হয়েছে।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img