spot_img

পরীক্ষা দিতে এসে বিপাকে ইবি শাখা ছাত্রলীগের নেতা

এসম্পর্কিত আরো পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন শাখা ছাত্রলীগের এক নেতা। বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিলে তাকে পুলিশে সোপর্দ করেন।

ভুক্তভোগী ছাত্রলীগ নেতা হলেন, সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল আলিম বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

- বিজ্ঞাপন -

জানা যায়, আজ বাংলা বিভাগের ২০১৮-২০ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। সে বিভাগের শিক্ষকদের না জানিয়ে পরীক্ষা দিতে আসেন।পরীক্ষার হলে শিক্ষক তাকে দেখে তার খাতা নিয়ে নেয়। পরীক্ষার শেষ হওয়ার আগেই আসার খবর পেয়ে বিভাগের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষকরা তাকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে বের করে দেওয়ার সময় তাকে মারধরের চেষ্টা করে। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের মব জাস্টিস থেকে উদ্ধার করে। পরে প্রক্টরের উপস্থিতিতে তাকে ইবি থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।

শিক্ষার্থীরা তার বিরুদ্ধে সিট বাণিজ্যসহ নানা অভিযোগ আনে।

এ প্রেক্ষিতে ভুক্তভোগী ছাত্রলীগ নেতা আলিম জানান, নিজ উদ্যোগে পরীক্ষা দিতে এসেছি। ভাবছিলাম দেরিতে এসে পরীক্ষায় এটেন্ড করে পাশমার্ক তুলে আগে আগে চলে যাবো। কিন্তু বুঝতে পারিনি বিষয়টা এতদূর গড়াবে। আমার উপর যে অভিযোগগুলো আনা হয়েছে তার সাথে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেয়। যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি মাথা পেতে নেব।

এ বিষয়ে প্রক্টর শাহীনুজ্জামান বলেন, আমরা ঘটনা জানার সাথে সাথে সেখানে উপস্থিত হই। পরে প্রক্টরিয়াল বডি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ে তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করা হয়৷ তার বিরুদ্ধে উঠা অভিযোগগুলো খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img