spot_img

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের উদ্যোগে ৬০০ তালের বীজ রোপণ

এসম্পর্কিত আরো পড়ুন

বাকৃ‌বি প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাত প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুর জেলার শিক্ষার্থীরা একটি মহৎ উদ্যোগ নিয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) শেরপুর জেলার শ্রীবরদী থানার গোশাইপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে তারা ৬০০ তালের বীজ রোপণ করেন।

এই উদ্যোগের আওতায় শংকরঘোষ গ্রামে শতাধিক, জঙ্গলখিলা, রহমতপুর এবং কুচনিপাড়া গ্রামে দেড় শতাধিক তালের বীজ রোপণ করা হয়। এছাড়াও শ্রীবরদী ও ঝিগাতগাতী সড়‌কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাস্তার পাশে বাকি বীজগুলো রোপণ করা হয়। শিক্ষার্থীদের এই কাজে সার্বিক সহযোগিতা করেন শেরপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আমিরুল ইসলাম।

- বিজ্ঞাপন -

বীজ রোপণের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন বিভাগের কর্মকর্তা মো. আশরাফুল আলম এবং এলাকার সম্মানিত সদস্যবৃন্দসহ শিক্ষার্থীরা।

এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে মো. আমিরুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশকে বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে, যার মধ্যে অন্যতম বজ্রপাত। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, বজ্রপাতে উল্লেখযোগ্যসংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে, যার বেশিরভাগই কৃষক। তালের গাছ উঁচু হওয়ার কারণে এবং এর কাঠ কার্বন সমৃদ্ধ হওয়ায় এটি বজ্রপাত প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি, তালের গাছের মিষ্টি ফল ব্যবহার করে গ্রামবাসী নানা ধরনের পিঠা তৈরি করতে পারবে এবং বন্যপ্রাণীদের জন্য আশ্রয়স্থলও হবে।”

একজন শিক্ষার্থী জানান, “এই সামাজিক বনায়ন কর্মসূচিতে অংশ নিতে পেরে আমি অত্যন্ত খুশি। আমি প্রায় ৫০টি তালের বীজ রোপণ করেছি। ভবিষ্যতে এমন উদ্যোগে আমার বন্ধুদেরও অংশগ্রহণের জন্য উৎসাহিত করব।”

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img