spot_img

ইবিতে ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

এসম্পর্কিত আরো পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুর ১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জানাজার আয়োজন করেন শিক্ষার্থীরা।

- বিজ্ঞাপন -

জানাজা নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ধর্মতত্ব অনুষদের ডিন ড.আ. ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী

বক্তারা বলেন, মুসলিমদের অন্যতম সিপাহসালা ইয়াহিয়া সিনওয়ারকে পৃথিবীর বর্বর ও নিকৃষ্ট ইসরাইল জাতি হত্যা করেছে। সিনওয়ার ভাইকে আল্লাহ যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন, এই কামনা করি। নিকৃষ্ট ইসরাইল জাতিকে বলে দিতে চাই, আমরা মুসলমান জাতি কখনো পিছু হটবো না।আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।

এসময় উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, যেই স্প্রিট নিয়ে ফিলিস্তিনের মুক্তিকামী জনতা এতোদিন ধরে যুদ্ধ করছে, আমাদের সর্বাত্মক সহযোগিতা এবং হৃদয়ের ঐক্য তাদের সাথে আছে। আমরা ফিলিস্তিনীদের সাথে আছি। শুধু তাই নয় সারা পৃথিবীর সকল নিপীড়িত মানুষে জন্য আমাদের কণ্ঠস্বর সবসময় উচ্চকিত থাকবে। এই প্রত্যয় আমাদের থাকা উচিত এটা আমাদের ঈমানী দায়িত্ব। আমরা যতটুকু পারি ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পাশে থাকবো। আমরা তাদের জন্য আর্থিক সহযোগীতা করবো।

এ সময় শিক্ষার্থীরা ইয়াহিয়া সিনওয়ারের মাগফিরাত কামনা করেন এবং মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে জালিমদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img