spot_img

নবাগত শিক্ষার্থীদের মাঝে জাবি ছাত্রদলের মিষ্টি বিতরণ

এসম্পর্কিত আরো পড়ুন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (৫৩তম ব্যাচের) নবাগত শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৯ অক্টোবর) রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের তারা নবীন শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

- বিজ্ঞাপন -

এ বিষয়ে মওলানা ভাসানী হলের ৫৩তম ব্যাচের এক নবীন শিক্ষার্থী বলেন, আমরা যখন ক্যাম্পাসে আসি আমাদের মধ্যে খুব ভীতি কাজ করছিল। কিন্তু হলের শিক্ষক-শিক্ষার্থীরা আমাদের প্রতি সকলের খুব সহযোগিতাপূর্ণ মনোভাব রেখেছে। ছাত্রদলের ভাইয়েরা যখন আমাদেরকে মিষ্টি খাওয়ায় তখন আমাদের ভীতি অনেকটাই কমেছে। তারা আমাদেরকে একটি পরিবারের মধ্যে আবদ্ধ করে রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং ছাত্রদল কর্মী আব্দুল গাফফার বলেন, শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে নবীনদের স্বাগতম। স্বৈরাচারের তৈরি করা গণরুম, গেস্টরুম মুক্ত ক্যাম্পাস গড়তে জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বিশ্বমানের ক্যাম্পাস গড়তে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল অংশীদারের সহযাত্রী হতে চায়।

বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী এবং ছাত্রদল কর্মী এম আর মুরাদ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে নানা অপসংস্কৃতি এবং গণরুমের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলাম। কিন্তু আজ নবীন শিক্ষার্থীরা কোন ধরনের বাজে অভিজ্ঞতা ছাড়াই নিজ হলে নিজ সিটে উঠতে পেরেছে। সকলকে ছাত্রদলের পক্ষ থেকে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে স্বাগতম জানায়। আজকের যে গণরুম বিলুপ্তি এর ধারাবাহিকতাও আমাদের সকলকে ধরে রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা জুবায়ের আল মাহমুদ বলেন, জুনিয়রদের র‌্যাগিংসহ অন্যান্য অপ্রীতিকর ঘটনা নিরসন করে সুন্দর এক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে শাখা ছাত্রদল। যার প্রেক্ষিতে নবীন শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে বরণ করে নিয়েছি আমরা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুবায়ের আল মাহমুদ, নাইমুল হাসান কৌশিখ, রেজাউল আমিন প্রমুখ।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img