spot_img

গবিতে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে প্রশাসনের মাসিক সভা

এসম্পর্কিত আরো পড়ুন

গবি প্রতিনিধি:

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দুপুর ২ টায় প্রশাসনিক ভবনের উপাচার্যের সভাকক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

- বিজ্ঞাপন -

জুন-জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় সংস্কার এবং ডা. জাফরুল্লাহ চৌধুরীর নীতি প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২১ দফা দাবি প্রদান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গবি শিক্ষার্থীরা। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে ৭ দফার প্রস্তাবনা দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবীকে সমর্থন জানিয়ে দাবি বাস্তবায়নের আশ্বাস দেয় প্রশাসন।

উক্ত সভায় আন্দোলনে উত্থাপিত দাবি বাস্তবায়নের কার্যক্রমের অগ্রগতি এবং সকল ক্ষেত্রে স্বচ্ছতার বিষয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের কাছে জবাবদিহিতার লক্ষে এ মাসিক সভা আয়োজিত হয়। এসময় স্বাস্থ্যবীমা, ছাত্র সংসদের জন্য প্রদেয় অর্থের হিসাবের স্বচ্ছতা নিয়ে আলোচনা হয়। এছাড়াও ক্যান্টিন, অনলাইন সেল, শিক্ষার্থীদের জন্য বাস, নামাজের কক্ষ, সিসি ক্যামেরা স্থাপন, পানির ফিল্টার, ধূমপান মুক্ত ক্যাম্পাস, ব্যাংকিং ব্যবস্থা নিয়ে উদ্ভুত বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করা হয়।

শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে প্রশাসনের এমন আলোচনা শিক্ষার্থীদের দাবি ও সমস্যার বিষয়ে প্রশাসনকে অবগত এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতার জন্য এ মাসিক সভার ধারাবাহিকতা অব্যহত রাখা প্রয়োজন বলে মনে করেন শিক্ষার্থী প্রতিনিধিরা।

এ বিষয়ে শিক্ষার্থী প্রতিনিধি তাওহীদ আহমদ সালেহীন জানান, ‘বিশ্ববিদ্যালয়ের গেড়ে বসা সংকট সমাধান এবং সাম্যক সংস্কারের দাবীর প্রেক্ষিতে প্রশাসনের প্রতিশ্রুতি কতটা অগ্রগতি পেয়েছে সে ব্যাপারেই আলোকপাত করা হয়েছে। স্বাস্থ্যবীমা সহ অন্য নামে সে-সকল ফি নেওয়া হয় তার কার্যকারীতার ব্যাপারে প্রশাসনকে জবাবদিহিতার জন্য জানানো হয়েছে। একই সাথে শিক্ষার্থীরা যাতে অনলাইনে অভিযোগ প্রেরণ করতে পারেন সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া, যে ব্যাপারে উপাচার্য মহোদয় সম্মতি জানিয়েছেন। শিক্ষার্থীর উত্থাপিত দাবীতে একাত্মতা রেখে প্রশাসন নিয়মিত শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনায় বসবেন বলে আমরা আশাবাদী।’

দাবি বাস্তবায়নের কার্যক্রমের ধারা চলমান আছে বলে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘জানুয়ারি সেশন থেকেই বাস চালু হয়ে যাবে আশাকরি এবং দ্রুতই বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীরা যেন যেকোনো বিষয়ে অভিযোগ জানাতে পারে সেজন্য অনলাইন সেলের ব্যবস্থা করা হবে। অনলাইন সেল গঠন হওয়ার আগ পর্যন্ত অভিযোগ বক্সে তাদের অভিযোগ দিতে বলা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম।ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু মুহাম্মাদ মুকাম্মেল,পরীক্ষা নিয়ন্ত্রণ আবু হারেজ (ভারপ্রাপ্ত), পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ আব্দুল কাদের, ডেপুটি রেজিস্ট্রার এ কে এম সাইফুল্লাহ সহ ১৭ ডিপার্টমেন্টের প্রতিনিধিরা।

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img