spot_img

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স: প্রক্টর

এসম্পর্কিত আরো পড়ুন

পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনো প্রকার র‍্যাগিংয়ের ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয় আইন অনুসারে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কামরুজ্জামান খান।

- বিজ্ঞাপন -

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় শনিবার (২৬ অক্টোবর) থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

প্রতিবারেই দেখা যায় ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের আগমন হলেই তারা সিনিয়র বা ইমিডিয়েট সিনিয়রের দ্বারা নানারকম র‍্যাগিং,বুলিং,মানসিক ও শারিরীক নির্যাতনের শিকার হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কামরুজ্জামান খান এডুকেশন টাইমসকে জানান, পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স। এক শক্ষার্থীর দ্বারা আরেকজন শিক্ষার্থী নির্যাতিত হবে এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো প্রকার র‍্যাগিংয়ের ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন,বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধি এবং জ্ঞানচর্চার অবাধ ও স্বাধীন জায়গা। এখানে শিক্ষার্থীরা বিশ্বমানের জ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচিত হয়ে নিজেকে যোগ্য এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলবে। এরূপ বিদ্যাপীঠে র‍্যাগিংয়ের মত অপসংস্কৃতির কোন জায়গা নেই। এই অপসংস্কৃতির চর্চা থেকে বেরিয়ে সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মোঃ রাশেদুল হক এডুকেশন টাইমসকে জানান, বিগত দিনগুলোতে সারা বাংলাদেশে র‍্যাগিং প্রকট ধারণ করেছিল। এ ধরনের ঘটনাবলি যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে এজন্য আমি সকল বিভাগের চেয়ারম্যানদের সাথে কথা বলে তাদেরকে অবগত করবো। র‍্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।
কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ আসলে তাকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি আওতায় আনা হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং মেসগুলোতেও র‍্যাগিংয়ের ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রক্টর।

এএকে/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img