spot_img

ববির রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে নবীনদের ছাত্রদলের ফুল, কলম, লিফলেট বিতরণ

এসম্পর্কিত আরো পড়ুন

ববি প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে এবছরের ১১ আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খাতা-কলমে রাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্ররাজনীতির কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

- বিজ্ঞাপন -

সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ববি শাখা ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এবং গ্রাউন্ড ফ্লোরে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে একটি ফুল, কলম ও বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি সংশ্লিষ্ট লিফলেট বিতরণ করা হয়। এসময় নবীন শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতিতে উদ্বুদ্ধ করেন ববি ছাত্রদলের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি রেজা শরিফের নেতৃত্বে একটি পক্ষ, সাবেক সাধারণ সম্পাদক হাসান আল হাসিবের অনুসারী একটি পক্ষ ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিনের অনুসারী ববি শাখা ছাত্রদলের সাবেক সদস্য আরিফ হোসেন শান্ত’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় তাদের সাথে সাবেক কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবেক সাধারণ সম্পাদকের অনুসারী বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছি এবং তাদেরকে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতিতে উদ্বুদ্ধ করেছি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরিফ বলেন, আমরা ছাত্রদলের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করিনি মূল গেটের সামনে থেকে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি।

এছাড়াও তিনি জানান, ববি প্রশাসনের সাথে তারা বসবেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি যেন চালু করা হয় সে ব্যাপারে আলোচনার জন্য।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত ফয়সাল এবিষয়ে বলেন, ক্যাম্পাসে যেহেতু সকল ধরনের রাজনীতি বন্ধ সেহেতু এধরনের কাজকর্ম কাম্য নয়। এধরনের কার্যক্রম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এবিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১১ই আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৮৫তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতিসহ সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। গত ৮ই অক্টোবর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

 

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img