spot_img

ববিতে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাযা অনুষ্ঠিত

এসম্পর্কিত আরো পড়ুন

ববি প্রতিনিধি:

ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হয়েছে।

- বিজ্ঞাপন -

সোমবার (২১ অক্টোবর) বাদ যোহর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এ জানাজার আয়োজন করা হয়।

গায়েবানায় জানাযায় ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান রনি। তিনি বলেন, ইয়াহিয়া সিনওয়ার মৃত্যুর সময় এক হাত হারিয়েও অন্য হাত দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন, এ থেকে আমাদের বাতিলের বিরুদ্ধে সবসময় সোচ্চার হওয়ার শিক্ষাগ্রহণ করতে হবে। পৃথিবীর একপ্রান্তে মুসলিমদের ওপর আঘাত আসলে সেই আঘাত অন্যপ্রান্তের মুসলিমদের লাগে। তাই আমরা আমাদের শক্তিসামর্থ্য অনুযায়ী তার জন্য শুধু দোয়া করেছি।

গত বুধবার (১৬ অক্টোবর) গাজার দক্ষিণাঞ্চলের তাল আল সুলতান এলাকায় সিনওয়ারকে হত্যা করা হয় বলে নিশ্চিত করে ইসরাইলি কর্তৃপক্ষ। এছাড়াও সিনওয়ার নিহতের বিষয়টি নিশ্চিত করেছে হামাসও।

গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ৬ আগস্ট ৬১ বছর বয়সী ইয়াহিয়া সিনওয়ারকে নতুন নেতা হিসেবে বেছে নেওয়ার কথা জানিয়েছিল হামাস।

 

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img