ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আ ন ম ইকবাল হোসাইনের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের (অফলাইন ও অনলাইন) আয়োজন করা হয়।
বিভাগের প্রাক্তন সভাপতি অধ্যাপক ড. শফিকুল ইসলামের দোয়া পরিচালনায় উপস্থিত ছিলেন থিউলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. ইকবাল হোসাইন ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে আহছানিয়া ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এসআই/