শাবিপ্রবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের বিনামূল্যে টিউশন সেবা দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চালু হয়েছে ‘টিউশন অ্যাপ’। অ্যাপসটি ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের পছন্দের টিউশন খুঁজে নিতে পারবেন বলে জানিয়েছেন টিউশন অ্যাপের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেলিম রানা।
বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ‘প্রশাসনিক ভবন-১’ এর কনফারেন্স রুমে অ্যাপটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ারউদ্দীন চৌধুরী।
এসময় তিনি বলেন, অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা টিউশন সিন্ডিকেট ভেঙে দেওয়ার দ্বার উন্মোচন করেছেন। এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে শিক্ষার্থীদের একসাথে অনেকগুলো টিউশনে করা থেকে বিরত থাকতে হবে। টিউশনের কারণে কোনোভাবেই যাতে অ্যাকাডেমিক পড়াশোনার ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর জন্য শিক্ষার্থীদের সর্বোচ্চ দুইটি টিউশন করার পরামর্শ দেন তিনি।
এ বিষয়ে অ্যাপটির প্রতিষ্ঠাতা সেলিম রানা বলেন, অ্যাপটি ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের পছন্দের টিউশন ও অভিভাবকরা নিজেরাই তাদের পছন্দের টিউটর খুঁজে নিতে পারবেন। এজন্য টিউশন পেতে আগ্রহী টিউটররা নাম, বিভাগ ও কি ধরনের টিউশন পড়াতে চান এমন কিছু তথ্য দিয়ে অ্যাপটিকে নিজস্ব একটি প্রোফাইল খুলতে পারেন৷ এছাড়া টিউটর ও অভিভাবকরা সেখানে টিউশন সংক্রান্ত পোস্ট করতে পারবেন এবং নিজেদের মধ্যে সরাসরি যোগাযোগ করতে পারবেন ।
তিনি আরো বলেন, অ্যাপটি তৈরি করার ফলে শিক্ষক শিক্ষার্থীদের থেকে উৎসাহ পেয়েছি। অ্যাপটির প্রচারণা বাড়াতে আমরা অনলাইনের পাশাপাশি অফলাইনে লিফলেট বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। কেউ চাইলে অ্যাপটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড অথবা ‘Tuitionappbd.com’ ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
/ইএইচ
মন্তব্য করুন