জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্বে তাঁকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান- কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। একই সাথে উক্ত দপ্তরের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ জহুরুল ইসলাম-কে পরীক্ষা নিয়ন্ত্রক-এর ভারপ্রাপ্ত দায়িত্ব হতে ১৯ অক্টোবর ২০২৪ তারিখ অপরাহ্ন থেকে ধন্যবাদজ্ঞাপনসহ অব্যাহতি প্রদান করা হলো।
নবনিযুক্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের গতিশীলতার আনয়নে আমাকে উপাচার্য মহোদয় নিয়োগ দিয়েছে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজ পেয়েছি, সবার সহযোগিতায় ইনশাআল্লাহ ভালো সেবা দিতে পারবো। যেহেতু প্রশাসনিক দায়িত্ব আগেও পালন করেছি আশা করছি নতুন উদ্যমে কাজ আরও ভালো হবে। শিক্ষার্থীদের সেবাদানে যেসকল প্রয়োজন রয়েছে সেসকল বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করবো।
পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে মোস্তফা হাসান ২০ অক্টোবর অপরাহ্ন থেকে তার কার্যক্রম শুরু করেন এবং দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক দায়িত্বভাতা ও পদের অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
এসএস/
মন্তব্য করুন