এডুকেশন টাইমস
৫ নভেম্বর ২০২৪, ২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুবিতে অনলাইন আয়কর রিটার্ন দাখিল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইন্সটিটিউটশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের ( আইকিউএসি) আয়োজনে অনলাইন আয়কর রিটার্ন দাখিল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউটশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলালের সভাপতিত্বে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ও কর অঞ্চল-কুমিল্লার কর কমিশনার জনাব শেখ মোঃ মনিরুজ্জামান। এছড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-কুমিল্লার যুগ্ম কর কমিশনার জনাব মোঃ এনামুল কবির, কো-অডিনেটর হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘আয়কর রিটার্ন দাখিল আমাদের একটা ফিনান্সিয়াল রেসপনসেবলিটি বলে আমি মনে করি। এক্ষেত্রে ব্যবস্থাটা ডিজিটালাইজড করা হলে আমরা সহজেই কাজটি সম্পন্ন করতে পারব বলে মনে করি। এই আয়োজনটা আমাদের এবং সরকার উভয়ের জন্যই সময়োপযোগী একটা উদ্যোগ। অনলাইনে আয়কর রিটার্নের বিষয়টি অত্যন্ত সহজ হওয়ায় সবাই সহজে জবাবদিহির আওতায় আসতে পারছে। আমি এই আয়োজনের সফলতা কামনা করছি।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আমার মনের মধ্যে আয়কর নিয়ে সবসময়ই একটা ভয় কাজ করে। আশা করি, এই আয়োজনের মাধ্যমে সহজেই আয়কর রিটার্ন দেওয়ার বিষয়টি বুঝতে পারব। আগে আমরা দেখেছি, কর দেওয়া, আদায় নিয়ে একটা জটিলতা দেখা দিত। সময়মত কর দিচ্ছে না, আদায় হচ্ছে না। তবে এখনকার এই সিস্টেমের ফলে আশা করি সহজেই সবাই এই কাজটি করতে পারবে। এখন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরাও টেক্স দিচ্ছে। আশরা করি, এই ব্যবস্থার মাধ্যমে সকলকে ট্যাক্সের আওতায় আনতে পারবে।’

উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, ‘মূলত অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, এইটা একটা ট্রানজিকশন। সুতরাং এই ট্রনজিকশন ফেজটাতে একটু সমস্যা হবে। তবে পরিশেষে এটা দেশের জন্য, আমাদের সবার জন্য উপকারী হবে। যেহেতু এটা একটা ডেটাবেজ, সুতরাং ডেটাবেজ নিয়ন্ত্রণটা গুরুত্বপূর্ণ।’

আয়োজনের সমাপনী বক্তব্যে আইকিউএসি’ র পরিচালক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল বলেন, ‘এ বছরের সেপ্টেম্বরের দিকে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।  আমরা অনলাইনে এর মাধ্যমে আমাদের আয়কর দেওয়ার একনলেজমেন্ট স্লিপও ডাউনলোড করতে পারব। এমনকি পূর্ববর্তীগুলোও আমরা সহজেই পেয়ে যাব এই অনলাইন সিস্টেমের মাধ্যমে। ফলে পুরো প্রক্রিয়াটা খুবই সহজ হবে আমাদের জন্য।’

এএকে/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ৭৯ জেলে-নাবিককে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

চবি শিক্ষার্থী ফরহাদের মরদেহ উত্তোলনে পরিবারের বাধা  

মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

শেখ হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিলেন: হাসনাত আবদুল্লাহ

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ভিভো

৬ষ্ঠ বারের মতো আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে রুয়েটের যন্ত্রকৌশল অনুষদ

রাবিতে স্থাপন করা হলো দেশের প্রথম ‘পোষ্য কোটার সমাধি’

নিরাপত্তাকর্মীদের মাঝে ইবি ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

সিকৃবিতে প্রথমদিনের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা ২২৪ টি

জবি ছাত্রদলের ক্যাম্পাসের নিরাপত্তা কর্মী ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

১০

জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে নোবিপ্রবিতে স্মরণসভা ও সাংস্কৃতিক সন্ধা

১১

ঢাবির মুজিব হলের ক্যান্সারে আক্রান্ত ‘মনির ভাই’ এর পাশে শিবির

১২

পোষ্য কোটার কবর দিলেন রাবি শিক্ষার্থীরা

১৩

ভন্ড সাংবাদিকদের মুখোশ উন্মোচনের দাবি সারজিসের

১৪

কবি নজরুল সরকারি কলেজে ছাত্রশিবিরের প্রকাশ্য যাত্রা: শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ

১৫

ইডেন কলেজের শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ ঢাকা কলেজের শিক্ষকের বিরুদ্ধে

১৬

জুলাইয়ের চেতনায় সেজেছে ইবির নবীন বরণ উৎসব

১৭

কবি নজরুল কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

১৮

মাভাবিপ্রবি গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত

১৯

শাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের ঋণ’ শীর্ষক আলোচনা সভা

২০