এডুকেশন টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবারও ছাত্র রাজনীতি শুরু হচ্ছে, এমন শঙ্কায় ফের বিভিন্ন হলের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ১০টার পর বিভিন্ন হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হয় তারা।
এ সময় তারা ‘লেজুড়বৃত্তির ঠিকানা—একাত্তর হলে হবে না’, ‘টু জিরো টু ফোর—লেজুড়বৃত্তি নো মোর’, ‘লেজুড়বৃত্তির ঠিকানা—এই ক্যাম্পাসে হবে না’, ইত্যাদি স্লোগান দেন।
সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য বলেন, যে ছাত্ররাজনীতি আমাদের মধ্যে ভীতি তৈরি করে সে ছাত্ররাজনীতি আমরা চাই না। আমরা ক্যাম্পাসে আর জিম্মি হতে চাই না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ আল মুনতাসির বলেন, হলে এবং ক্যাম্পাসে ছাত্ররাজনীতির কালো অধ্যায় আমরা দেখেছি। ক্যাম্পাসে শিক্ষার্থীরা দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি আর চায় না। একাডেমিক ভবন এবং হল গুলোতে কোনো রাজনীতি থাকতে পারবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিয়ে ডাকসুর ব্যাবস্থা করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম বলেন, অভ্যুত্থানের পরে বিভিন্ন অপশক্তি হল দখল করে শিক্ষার্থীদের জিম্মি করার অপচেষ্টা করছে। অভ্যুত্থানের তিন মাস পার হলেও প্রশাসন সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।
এর আগে গতকাল বুধবার (৬ নভেম্বর) রাতে ক্যাম্পাসে ছাত্রদলের পোস্টার সাঁটানোর প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন একদল শিক্ষার্থী। রাত ১০টার দিকে শিক্ষার্থীরা প্রথমে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করার পর বিভিন্ন হল ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন। সেখানে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর রাত ১২টার দিকে তারা হলে ফেরত যান।
এসএস/
মন্তব্য করুন