এডুকেশন টাইমস
৩ এপ্রিল ২০২৪, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে বিপাকে বুটেক্স শিক্ষার্থীরা 

রাতুল সাহা, বুটেক্স সংবাদদাতা: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অধ্যয়নরত চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের (৪৫তম ব্যাচ) বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া আইডি কার্ডের মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। মেয়াদোত্তীর্ণের ৩ মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় এখনো নতুন আইডি কার্ড দেয়নি।

নতুন আইডি কার্ড পেতে করতে হবে আবেদন। যেখানে সকল শিক্ষার্থীদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের নিজ থেকে আইডি কার্ড না দিয়ে কেন আলাদা করে সবাইকে আইডি কার্ডের জন্য আবেদন করতে হবে তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকে।

বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এখনও স্নাতক শেষ হয়নি। তাদের স্নাতক শেষ না হলেও মেয়াদ শেষ হয়েছে আইডি কার্ডের। মেয়াদোত্তীর্ণ আইডি কার্ডের জন্য ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলাসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা জানান, ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলতে গেলে মেয়াদোত্তীর্ণ হওয়ায় স্টুডেন্ট একাউন্ট খুলতে পারছেন না তারা। তাছাড়া ভিসার আবেদন, স্কলারশীপ আবেদন করতে গেলে বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের প্রয়োজন হলেও আইডি কার্ডের মেয়াদ শেষ হওয়ার কারণ এসব আবেদন করা যাচ্ছে না।

আবার অনেকে অভিযোগ করেন, ঢাকা শহরে বাসের হাফ ভাড়া দিতে গেলে আইডি কার্ডের মেয়াদ শেষ হওয়াতে হাফ ভাড়া দিতে বিপাকে পড়তে হচ্ছে। ফলস্বরূপ মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে এক প্রকার উদ্বেগ নিয়ে চলাফেরা করতে হচ্ছে।

নতুন আইডি কার্ডের বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কাবেরী মজুমদারের সাথে কথা বললে তিনি জানান, নতুন আইডি কার্ডের জন্য শিক্ষার্থীদের আবেদন করতে হবে। আইডি কার্ডের যাবতীয় কাজ একাডেমিক অফিস পরিচালনা করে থাকেন। এ বিষয়ে খুঁটিনাটি একাডেমিক অফিসের সহকারী রেজিস্ট্রার এহসানুল করিম ভালো বলতে পারবেন।

তিনি আরো বলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কোভিডের কারণে চার বছরে বের হতে না পারায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।

একাডেমিক অফিসের সহকারী রেজিস্ট্রার এহসানুল করিমের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু শিক্ষার্থী আইডি কার্ডের জন্য আমাদের কাছে আবেদন করেছে এবং আমরা তাদের নতুন আইডি কার্ডের ব্যবস্থা করে দিয়েছি। কেউ যদি আইডি কার্ড নিতে চায় আবেদন করলে আমরা দিয়ে দিবো। আবেদনের জন্য ৮০ টাকা ফি দিয়ে ফর্ম কিনতে হবে এবং পূরণ করে জমা দিতে হবে।

একাডেমিক অফিসের ডেপুটি রেজিস্ট্রার (এইচআর) মুহাম্মদ শরীফুর রহমানের কাছে শিক্ষার্থীদের আবেদন ফি দেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রথম আইডি কার্ডটি বিশ্ববিদ্যালয় হতে শিক্ষার্থীদের ফি ছাড়াই চার বছরের জন্য দেয়া হয়। কিন্তু সেশন জটসহ নানা সমস্যার কারণে স্নাতক শেষ হতে অতিরিক্ত সময় লাগলে, নতুন আইডি কার্ডের খরচ বিশ্ববিদ্যালয় বহন করে না। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদন ফি দিতে হবে। গত বছরও এ রকম হয়েছিল।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপ্লব হোক মুক্তবুদ্ধির

ইসলামী সভ্যতা-সংস্কৃতির প্রতিস্থাপন করতে হবে: শিবির সভাপতি

সাদ্দামকে নিয়ে খালেদ মুহিউদ্দিনের টকশো স্থগিত

মার্কিন নির্বাচনে বাজিমাত করলেন যে দুই মুসলিম নারী

ইসকন প্রসঙ্গে যা জানালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব

ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপ সমূহ

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাবি, বুয়েটকে পেছনে ফেলে দ্বিতীয় নর্থ সাউথ

রাজশাহীতে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, আটক ৯ শিক্ষার্থী

নোবিপ্রবিতে নজরুল বক্তৃতা ও প্রশ্ন উত্তরপর্ব সেমিনার অনুষ্ঠিত

নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুক্রবার

১০

গণমাধ্যমের ওপর আক্রমণ বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থী: টিআইবি

১১

পলিথিন বন্ধে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা

১২

ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

১৩

জাবিতে নবীন শিক্ষার্থীদের মাঝে ১৫০০ কোরআন বিতরণ

১৪

শাবিতে দলীয় ব্যানারে রাজনৈতিক কার্যক্রমে ‘আপাতত’ নিষেধাজ্ঞা

১৫

ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষার হল পরিদর্শনে শাবিপ্রবি উপাচার্য

১৬

মাভাবিপ্রবিতে পরিবহন ভোগান্তি যেন পিছু ছাড়ছে না

১৭

সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের প্রতি হাসনাত-সারজিসের ক্ষোভ

১৮

লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও বেরোবিতে প্রকাশ্য ছাত্রদলের পোস্টার

১৯

কুবিতে ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

২০