ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. বাকী বিল্লাহ।
বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টায় ছাত্র উপদেষ্টার কার্যালয়ে সদ্য বিদায়ী ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন নবনিযুক্ত ছাত্র উপদেষ্টার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সিন্ডিকেট সদস্য ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. আক্তারুল ইসলাম জিল্লু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শফিকুল ইসলাম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক মহব্বত আলী প্রমূখ।
উল্লেখ্য, গত ৩০ মার্চ পরবর্তী এক বছরের জন্য ছাত্র উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এর আগে অধ্যাপক ড. বাকী বিল্লাহ টিএসসিসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এসআই/
মন্তব্য করুন